১০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

হাবিপ্রবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত হয়েছে। বিশ্বের সঙ্গে সমন্বয় রেখে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ এই দিবস উদযাপন করে।

সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভবনের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালিতে অংশ নেন মাননীয় প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, প্রক্টর প্রফেসর ড. মোঃ শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস.এম. এমদাদুল হাসান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর মো.মামুনুর রশিদ, হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড.শেখ মুশতাক আহমেদসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. শেখ মুশতাক আহমেদ বলেন, ‘হিসাববিজ্ঞান দিবস মূলত হিসাববিজ্ঞান-কেন্দ্রিক বিভিন্ন পেশায় নিয়োজিতদের উৎসাহ ও অনুপ্রেরণা যোগাতে প্রতি বছর উদযাপিত হয়। ইউরোপ ও আমেরিকার বিভিন্ন অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, যেমন ACCA ও AICPA, এই পেশার সঙ্গে জড়িতদের উজ্জীবিত করতে এবং বিশ্বব্যাপী মানুষকে এই পেশায় আকৃষ্ট করতে দিবসটি পালন করে থাকে।’

উল্লেখ্য, অ্যাকাউন্টিং অ্যান্ড বুক কিপিংয়ের জনক ইতালীয় গণিতবিদ ও ধর্মযাজক লুকা ডি প্যাসিওলির লেখা ‘সুমা ডি এরিথমেটিকা, জিউমেট্রিকা, প্রোপরসনি এট প্রোপরসনালিটা’ নামক বই ১৪৯৪ সালের ১০ নভেম্বর প্রকাশকে স্মরণ করতে এ দিবস পালন করা হয়। সেইসাথে সারাবিশ্বে সকল ধরনের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে হিসাববিদদের বর্ণাঢ্য অবদানের কথা স্মরণ করে তাদের সম্মানে এ দিবসটি পালন করা হয়।

জনপ্রিয়

সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করতে হবে: আতাউর রহমান সম্ভু

হাবিপ্রবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

প্রকাশের সময় : ০৩:২৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত হয়েছে। বিশ্বের সঙ্গে সমন্বয় রেখে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ এই দিবস উদযাপন করে।

সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভবনের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালিতে অংশ নেন মাননীয় প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, প্রক্টর প্রফেসর ড. মোঃ শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস.এম. এমদাদুল হাসান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর মো.মামুনুর রশিদ, হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড.শেখ মুশতাক আহমেদসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. শেখ মুশতাক আহমেদ বলেন, ‘হিসাববিজ্ঞান দিবস মূলত হিসাববিজ্ঞান-কেন্দ্রিক বিভিন্ন পেশায় নিয়োজিতদের উৎসাহ ও অনুপ্রেরণা যোগাতে প্রতি বছর উদযাপিত হয়। ইউরোপ ও আমেরিকার বিভিন্ন অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, যেমন ACCA ও AICPA, এই পেশার সঙ্গে জড়িতদের উজ্জীবিত করতে এবং বিশ্বব্যাপী মানুষকে এই পেশায় আকৃষ্ট করতে দিবসটি পালন করে থাকে।’

উল্লেখ্য, অ্যাকাউন্টিং অ্যান্ড বুক কিপিংয়ের জনক ইতালীয় গণিতবিদ ও ধর্মযাজক লুকা ডি প্যাসিওলির লেখা ‘সুমা ডি এরিথমেটিকা, জিউমেট্রিকা, প্রোপরসনি এট প্রোপরসনালিটা’ নামক বই ১৪৯৪ সালের ১০ নভেম্বর প্রকাশকে স্মরণ করতে এ দিবস পালন করা হয়। সেইসাথে সারাবিশ্বে সকল ধরনের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে হিসাববিদদের বর্ণাঢ্য অবদানের কথা স্মরণ করে তাদের সম্মানে এ দিবসটি পালন করা হয়।