শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়ন বাতিল করে পুনর্বিবেচনার দাবীতে সমাবেশ করেছেন উপজেলা ও শহর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকরা।
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিকেলে নালিতাবাড়ী শহরের মধ্যবাজারে আয়োজিত সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে এ দাবী জানানো হয়।
এসময় উপজেলা বিএনপি’র বিলুপ্ত কমিটির আহবায়ক নুরুল আমীনের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক আলী আশরাফ ভুইয়া, আব্দুল মালেক, শহর বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম কিবরিয়া মাকসিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আপন সরকার, সদস্য সচিব সাইদুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় উপজেলা বিএনপি, শহর বিএনপি, উপজেলা যুবদল, শহর যুবদল, উপজেলা ছাত্রদল, শহর ছাত্রদল, উপজেলা স্বেচ্ছাসেবক দল, শহর স্বেচ্ছাসেবক দল, উপজেলা শ্রমিক দল, শহর শ্রমিক দলসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ একাত্মতা পোষণ করেন।
বক্তারা বলেন, ২০১৮ সালের নির্বাচনের পর কেন্দ্রীয় কমিটির সদস্য পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়ে বিদেশে চলে যান এবং ৫ আগস্টের আগ পর্যন্ত নেতাকর্মীদের সাথে সবধরণের যোগাযোগ বন্ধ রাখেন বর্তমানে দলীয় মনোনয়নপ্রাপ্ত ফাহিম চৌধুরী।
বিএনপি’র দীর্ঘ এই দুর্দিনে জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ফজলুর রহমান তারা, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আবু সুফিয়ান, প্রবাসী বিএনপি নেতা ইলিয়াস খান এবং প্রবাসী বিএনপি নেতা দুলাল চৌধুরী এ আসনের দুই উপজেলার নেতাকর্মীদের বিপদে-আপদে পাশে ছিলেন সবসময়।
এসময় তারা দুর্দিনে নেতাকর্মী ও দলের পাশে থাকা ত্যাগী এবং পরীক্ষিত মনোনয়ন প্রত্যাশীদের মধ্য থেকে যে কাউকে মনোনীত করলে এক হয়ে কাজ করার আহবান জানান।

মোহাম্মদ জাকির ইসলাম , স্টাফ রিপোর্টার , শেরপুর 





















