সাফিয়া বেগম, ৯২ বছর বয়সে একটি কম্বল পেয়ে তার মুখে যেই খুশি- তা যেন কোটি টাকাতেও কেনা সম্ভব নয়। শুধু সাফিয়া না, জমিলা বিবি (৮৮) জহিরন বেওয়া (৭২) সেয়াবী বেগম সহ তার মত আরও শতাধিক বয়স্ক, বৃদ্ধ, প্রতিবন্ধী, বিধবা কিংবা অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নোভেইড।
জাগ্রত নাগরিক ফাউন্ডেশন ও আলোকিত নাগরিক-এর সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে কম্বল ও সোয়েটার পেয়ে শীতে কাঁপতে থাকা চরাঞ্চলের মানুষগুলো ফিরে পেয়েছে কিছুটা স্বস্তি ও মানবিক উষ্ণতা। শীতবস্ত্র পেয়ে অনেক খুশী চরাঞ্চলের এই অসহায় মানুষগুলো।
সাফিয়া বেগম (৯২) বছর বয়সে একটি কম্বল নিতে নিজে ছুটে এসেছে। তার মুখের হাসি বলে দেয় তিনি কতটা খুশী। কম্বল গায়ে জড়িয়ে আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, “এই বয়সে তোমরা মোর বাড়িত যায়া স্লিপ দিয়ে আসছেন, আইজক্যা কম্বল দিছেন মুই মেলা খুশী।
শাহিনা বেগন (৬৫) বলেন, আমাদের মেম্বার চেয়ারম্যান কাও স্লিপ দেয়না। স্বামী নাই, মেলা কষ্টে ছোটো দুইটা ছেলেকে নিয়ে থাকি। কাজ কাম নাই, শীতের পোশাক কিভাবে কিনব।
১৪ জানুয়ারি (বুধবার) সকালে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের শিবেরকুটি ময়দানের ঘাট ঈদগাহ মাঠে, বনগ্রাম, ওয়াব্দা বাজার, সাবেক সিট মহলের ঐ এলাকাগুলোতে একশ’টি পরিবারের মধ্যে কম্বল ও সোয়েটার বিতরণ করা হয়।
শুধু শীতবস্ত্র বিতরণ নয়, কর্মসূচির অংশ হিসেবে আলোচনা করা হয়, গণভোট, নাগরিক অধিকার, মৌলিক অধিকার, শিক্ষার গুরুত্ব, বাল্যবিয়ের নেতিবাচক প্রভাব, ইত্যাদি।
নোভেইডের প্রতিষ্ঠাতা সভাপতি আহসান সাকিব হাসান বলেন, “আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কিভাবে এগিয়ে নিয়ে আসা যায় সেই লক্ষ্যে কাজ করছি। জলবায়ু পরিবর্তন, শিক্ষার হার, নারী উদ্যোক্তা ও যুব নেতৃত্ব নিয়ে কাজ করছি। পাশাপাশি সমাজের এমন সব ভালো কাজগুলো আমরা চালিয়ে যাবো। দেশের মানুষ আমাদের সাথে থাকলে আমরা ইতিবাচক অনেক পরিবর্তন নিয়ে আসতে পারবো।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য দেন লালমনিরহাট জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সালাম শিকদার তিনি বলেন, আমরা জানি যুবদের হাত ধরে আগামীর বাংলাদেশ সুন্দর হবে। যুবরা সমাজ এবং সমাজের মানুষের জন্য কাজ করছে। নোভেইড – তাদের এই যাত্রায় খুব ভালো কাজ করছে আশাকরি আগামীতেও এই ধারা অব্যহত রাখবে।
এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক এরশাদুল হক ও মোজাম্মেল হকসহ একদল স্বেচ্ছাসেবী। কর্মসূচি বাস্তবায়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
স্টাফ রিপোর্টার 


















