যে বয়সে খেলাধুলা, গল্পগুজব আর বন্ধুর আড্ডায় সময় কাটানোর কথা, সেই বয়সেই ডিজিটাল প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে নিজেকে তৈরি করছে অনন্য উদাহরণ হিসেবে।
বলছি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সৈকত আহমেদ এর কথা। যিনি নিজের মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তির প্রতি আগ্রহ দিয়ে হয়ে উঠেছেন সমসাময়িক তরুণদের জন্য অনুপ্রেরণা।
নিত্যনতুন কিছু শেখা, সৃজন করা এবং নিজের সক্ষমতা দিয়ে সমাজে অবদান রাখার যে আগ্রহ, সৈকতের মধ্যেই তার উজ্জ্বল প্রতিফলন দেখা যায়। ভবিষ্যতে দেশের উন্নয়নে ভূমিকা রাখার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে এই তরুণ প্রতিভা।
প্রায় দুই বছর ধরে সে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক কিংবা জিমেইলের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে আইডি হ্যাক, লগইন সমস্যা, ভেরিফিকেশন ও একাউন্ট রিকভারি সংক্রান্ত কাজ করে আসছে। এসব সমস্যার কার্যকর সমাধান দিয়ে ঠাকুরগাঁওয়ের তরুণ সৈকত আহমেদ আজ দেশের তরুণ প্রজন্মের কাছে আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।
সৈকত বলেন, প্রতিবার যখন কোনো ব্যবহারকারীর অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে পারি বা ভুলভাবে লক হয়ে যাওয়া কোনো ব্যবহারকারীকে পুনরায় অ্যাক্সেস দিতে পারি—সেই মুহূর্তই আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে। আমার জন্য এটা কেবল টেকনিক্যাল কাজ নয়, বরং মানুষের ডিজিটাল নিরাপত্তা বজায় রাখার এক ব্যক্তিগত দায়িত্ব ও আগ্রহ।
ঠাকুরগাঁওয়ের এই তরুণ প্রমাণ করে দিয়েছেন—দক্ষতা, আত্মবিশ্বাস ও ইতিবাচক মানসিকতা থাকলে যেকোনো প্রতিকূলতা অতিক্রম করে সফল হওয়া সম্ভব। তরুণ প্রজন্মের কাছে সৈকত আহমেদ এখন শুধু একজন আইটি এক্সপার্ট নন, বরং একজন অনুপ্রেরণার প্রতীক।
নাজিমুল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি 


















