কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে তাড়াইল থানায় বৃহস্পতিবার সকালে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা ৩০ মিনিটে থানা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহা। তাড়াইল থানার অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়।
ওপেন হাউজ ডে উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় পুলিশ সুপার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাড়াইল থানার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত নাগরিকরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোটকে ঘিরে তাদের বিভিন্ন মতামত, প্রশ্ন ও পরামর্শ তুলে ধরেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, জনগণকে সঙ্গে নিয়েই পুলিশ কাজ করে এবং জনগণই পুলিশের প্রধান শক্তি। তিনি জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কিশোরগঞ্জ জেলা পুলিশ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
খোলা আলোচনায় পুলিশ সুপার উপস্থিতদের কাছ থেকে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সম্ভাব্য সমস্যা, পুলিশি হয়রানি, মাদক, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে মতামত ও অভিযোগ শোনেন। স্থানীয়রা তাদের অভিজ্ঞতা তুলে ধরলে তিনি তা মনোযোগসহকারে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
পুলিশ সুপার আরও বলেন, জনগণের জানমাল রক্ষা এবং দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়াই ওপেন হাউজ ডে আয়োজনের মূল লক্ষ্য। এ ধরনের উদ্যোগ জনবান্ধব পুলিশিংকে আরও কার্যকর ও গতিশীল করবে।
০৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
তাড়াইলে জেলা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
-
এনামুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি - প্রকাশের সময় : ১০:৩৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- 43
জনপ্রিয়



















