ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ দেলোয়ার হোসেনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক জনাব ইশরাত জাহান এ ঘোষণা দেন।
এ সময় জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, “জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ দেলোয়ার হোসেনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে সবকিছু সঠিক পাওয়া গেছে। তাই তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।”
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন। তিনি বলেন, “আমার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। এজন্য আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমি সকলের দোয়া কামনা করছি।”
০৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
-
নাজিমুল ইসলাম , ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি - প্রকাশের সময় : ০৭:২২:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
- 77
জনপ্রিয়



















