বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯জানুয়ারী) বাদ জুম্মা মাদারীপুর জেলার শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উতরাইল হাট মাঠে শিরুয়াইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বিএনপির সাবেক সভাপতি ও উপজেলার বর্তমান আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মোঃ আবু জাফর চৌধুরীর সভাপতিত্বে দোয়া মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা আক্তার, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, কেন্দ্রীয় কৃষক দলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মো:নাসির উদ্দীন, শিরুয়াইল ইউনিয়ন সভাপতি আলমগীর খোন্দকার, সাধারণ সম্পাদক মেজবাউদ্দীন টিপু,উপজেলা যুবদল নেতা বাকাউল করিম খানসহ স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীগন।
বিএনপি নেতা মেজবাউদ্দীন টিপুর সঞ্চালনায়
প্রধান অতিথির বক্তব্যে নাদিরা মিঠু চৌধুরী বলেন,
আমাদের সকলের প্রিয় নেত্রী, আপোষহীন নেত্রী জনমানুষের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। আপনারা সকলে নেত্রীর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।
তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে শিবচরে মনোনয়ন দিয়েছে,আপানারা সকলে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য কাজ করবেন। এ সময় তিনি আরো বলেন জনগণের ভোটের মাধ্যমে যদি নির্বাচিত হতে পারি তাহলে জনগনের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করে যাবো।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন উতরাইল হাট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফয়জুল। দোয়া শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।
অপি মুন্সী শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:- 























