১২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

ছাত্রলীগের কমিটিতে আমার কখনও কোনো পদ-পদবি ছিল না: সারজিস আলম

  • এবিএন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:৫৮:০৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • 41

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, ছাত্রলীগের কোনো কমিটিতে তার কখনও কোনো পদ-পদবি ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ব্যবহার করে এ সংক্রান্ত যে প্রচারণা চালানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় শহরের লিচুতলা এলাকায় জেলা এনসিপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সারজিস আলম।

তিনি বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ফটোকার্ড বানিয়ে বলা হচ্ছে, আমি নাকি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির হয়ে ঈদ শুভেচ্ছা জানাতাম। বাস্তবে জীবনের কোনো পর্যায়েই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি তো দূরের কথা, কোনো কমিটিতেই আমার কোনো পদ-পদবি ছিল না।”

সারজিস আলম অভিযোগ করেন, তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে এসব গুজব ও অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, এনসিপির রাজনীতিতে যারা যুক্ত হচ্ছেন, তাদের নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে এবং এতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছে।

তিনি এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ও নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন।

জনপ্রিয়

চরের শীতে নোভেইডের মানবিক উষ্ণতা

ছাত্রলীগের কমিটিতে আমার কখনও কোনো পদ-পদবি ছিল না: সারজিস আলম

প্রকাশের সময় : ০৭:৫৮:০৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, ছাত্রলীগের কোনো কমিটিতে তার কখনও কোনো পদ-পদবি ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ব্যবহার করে এ সংক্রান্ত যে প্রচারণা চালানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় শহরের লিচুতলা এলাকায় জেলা এনসিপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সারজিস আলম।

তিনি বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ফটোকার্ড বানিয়ে বলা হচ্ছে, আমি নাকি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির হয়ে ঈদ শুভেচ্ছা জানাতাম। বাস্তবে জীবনের কোনো পর্যায়েই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি তো দূরের কথা, কোনো কমিটিতেই আমার কোনো পদ-পদবি ছিল না।”

সারজিস আলম অভিযোগ করেন, তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে এসব গুজব ও অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, এনসিপির রাজনীতিতে যারা যুক্ত হচ্ছেন, তাদের নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে এবং এতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছে।

তিনি এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ও নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন।