০৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

সিরাজগঞ্জ সরকারি কলেজে ইকবাল হাসান মাহমুদ টুকুর মতবিনিময় সভা

সিরাজগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় কলেজ কর্তৃপক্ষের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু।

প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “আলোকিত মানুষ হতে হলে শিক্ষার বিকল্প নেই। জাতির উন্নয়ন শিক্ষিত, নৈতিক ও দেশপ্রেমে উজ্জীবিত নাগরিক গড়ে তোলার মধ্য দিয়েই সম্ভব। শুধু ডিগ্রি অর্জন নয়, শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও নৈতিক চর্চায় মনোযোগী হতে হবে। তরুণরাই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেবে—তাদের সৎ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন,“সিরাজগঞ্জ সরকারি কলেজ আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান। বিএনপি ক্ষমতায় এলে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”

অনুষ্ঠানে সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মহিদুল হাসান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর হুমায়ুন খালিদ, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস ও নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ এবং সাধারণ সম্পাদক সেরাজুল সেরাজ।

এছাড়াও অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়ন, নৈতিক চর্চা, আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রয়োগ এবং তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শিক্ষার মাধ্যমেই একটি আদর্শ জাতি গঠন সম্ভব—এ জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে

জনপ্রিয়

লকডাউন সফল করো’ স্লোগানে বান্দরবানের লামায় নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ১

সিরাজগঞ্জ সরকারি কলেজে ইকবাল হাসান মাহমুদ টুকুর মতবিনিময় সভা

প্রকাশের সময় : ০৫:৪৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

সিরাজগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় কলেজ কর্তৃপক্ষের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু।

প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “আলোকিত মানুষ হতে হলে শিক্ষার বিকল্প নেই। জাতির উন্নয়ন শিক্ষিত, নৈতিক ও দেশপ্রেমে উজ্জীবিত নাগরিক গড়ে তোলার মধ্য দিয়েই সম্ভব। শুধু ডিগ্রি অর্জন নয়, শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও নৈতিক চর্চায় মনোযোগী হতে হবে। তরুণরাই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেবে—তাদের সৎ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন,“সিরাজগঞ্জ সরকারি কলেজ আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান। বিএনপি ক্ষমতায় এলে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”

অনুষ্ঠানে সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মহিদুল হাসান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর হুমায়ুন খালিদ, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস ও নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ এবং সাধারণ সম্পাদক সেরাজুল সেরাজ।

এছাড়াও অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়ন, নৈতিক চর্চা, আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রয়োগ এবং তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শিক্ষার মাধ্যমেই একটি আদর্শ জাতি গঠন সম্ভব—এ জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে