০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

হেঁটে ১৫০ কিলোমিটার পথ পাড়ি দেবেন হাবিপ্রবি শিক্ষার্থীসহ তিন রোভার

“‘টেকসই সমাজ বিনির্মাণে স্কাউটিং” প্রতিপাদ্যকে সামনে রেখে পায়ে হেঁটে ১৫০ কি মি পরিভ্রমণ এর লক্ষ্যে মঙ্গলবার (১১ নভেম্বর) দিনাজপুর বড় মাঠ( জিরো পয়েন্ট) হতে হরিণমারী,ঠাকুরগাঁও এর উদ্দেশ্য যাত্রা করেন দিনাজপুর জেলার তিন(৩) জন রোভার।

পরিভ্রমণে অংশ নেওয়া শিক্ষার্থীরা হলেন- হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র রোভার মেট কৃষ্ণেন্দু সাহা(দলনেতা), আদর্শ মহাবিদ্যালয়ের মো.নাইম ইসলাম নিলয়(দিক নির্দেশক) ও দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউটের মোজাম্মেল হক(পর্যবেক্ষক)। এই দীর্ঘ পদযাত্রায় তারা স্থানীয় বিভিন্ন স্কুল, কলেজ, প্রশাসনিক কার্যালয়, ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ স্থান-স্থাপনা পরিদর্শন করবেন। পাশাপাশি পরিবেশ সচেতনতা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে প্রচারণা চালাবেন সাধারণ মানুষের মাঝে।

গত সোমবার (১০ নভেম্বর) সকালে হাবিপ্রবির উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম শিকদার এই পরিভ্রমণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।এ সময় তিনি বলেন,”রোভার স্কাউটদের এই সাহসী ও মানবিক যাত্রা শুধুমাত্র পদযাত্রা নয় বরং এটি আত্মশুদ্ধির ও সামাজিক দায়বদ্ধতা পালনের দৃষ্টান্তও।তাদের এই পদযাত্রার সফলতা কামনা করছি”।

এছাড়াও উপস্থিত ছিলেন হাবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সভাপতি প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান,উডব্যাজার জনাবা
ফাহিমা খানম , রোভার স্কাউট লিডার জনাব এ এস এম মাহবুবুর রহমান, রোভার স্কাউট লিডার জনাব মাহবুবুল হাসান এবং দিনাজপুর জেলার রোভার কমিশনার প্রফেসর আবুল কালাম মো.আল আব্দুল্লাহ।

সিনিয়র রোভার মেট ও দলনেতা কৃষ্ণেন্দু সাহা বলেন,” এটি আমাদের জন্য একটি অন্যরকম অনূভুতি।বর্তমান তরুণ সমাজের কাছে স্কাউটিং এ পৌছে দেওয়া আমাদের এই পরিভ্রমণের অন্যতম লক্ষ্য।

পায়ে হেঁটে ১৫০ কিলোমিটারের এই যাত্রাকে স্কাউটিংয়ে ‘র‍্যাম্বলিং’ বা ‘পরিভ্রমণ’ বলা হয়। এই কার্যক্রমের প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস) অর্জনের গুরুত্বপূর্ণ ধাপ। এই অ্যাওয়ার্ড (পিআরএস) পেতে সেবা স্তরের রোভারদের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার বা নৌকাযোগে ৩০০ কিলোমিটার অথবা সাইকেল যোগে ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে একটি প্রোগ্রাম সম্পন্ন করতে হয়।

জনপ্রিয়

লকডাউন সফল করো’ স্লোগানে বান্দরবানের লামায় নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ১

হেঁটে ১৫০ কিলোমিটার পথ পাড়ি দেবেন হাবিপ্রবি শিক্ষার্থীসহ তিন রোভার

প্রকাশের সময় : ১২:২০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

“‘টেকসই সমাজ বিনির্মাণে স্কাউটিং” প্রতিপাদ্যকে সামনে রেখে পায়ে হেঁটে ১৫০ কি মি পরিভ্রমণ এর লক্ষ্যে মঙ্গলবার (১১ নভেম্বর) দিনাজপুর বড় মাঠ( জিরো পয়েন্ট) হতে হরিণমারী,ঠাকুরগাঁও এর উদ্দেশ্য যাত্রা করেন দিনাজপুর জেলার তিন(৩) জন রোভার।

পরিভ্রমণে অংশ নেওয়া শিক্ষার্থীরা হলেন- হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র রোভার মেট কৃষ্ণেন্দু সাহা(দলনেতা), আদর্শ মহাবিদ্যালয়ের মো.নাইম ইসলাম নিলয়(দিক নির্দেশক) ও দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউটের মোজাম্মেল হক(পর্যবেক্ষক)। এই দীর্ঘ পদযাত্রায় তারা স্থানীয় বিভিন্ন স্কুল, কলেজ, প্রশাসনিক কার্যালয়, ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ স্থান-স্থাপনা পরিদর্শন করবেন। পাশাপাশি পরিবেশ সচেতনতা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে প্রচারণা চালাবেন সাধারণ মানুষের মাঝে।

গত সোমবার (১০ নভেম্বর) সকালে হাবিপ্রবির উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম শিকদার এই পরিভ্রমণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।এ সময় তিনি বলেন,”রোভার স্কাউটদের এই সাহসী ও মানবিক যাত্রা শুধুমাত্র পদযাত্রা নয় বরং এটি আত্মশুদ্ধির ও সামাজিক দায়বদ্ধতা পালনের দৃষ্টান্তও।তাদের এই পদযাত্রার সফলতা কামনা করছি”।

এছাড়াও উপস্থিত ছিলেন হাবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সভাপতি প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান,উডব্যাজার জনাবা
ফাহিমা খানম , রোভার স্কাউট লিডার জনাব এ এস এম মাহবুবুর রহমান, রোভার স্কাউট লিডার জনাব মাহবুবুল হাসান এবং দিনাজপুর জেলার রোভার কমিশনার প্রফেসর আবুল কালাম মো.আল আব্দুল্লাহ।

সিনিয়র রোভার মেট ও দলনেতা কৃষ্ণেন্দু সাহা বলেন,” এটি আমাদের জন্য একটি অন্যরকম অনূভুতি।বর্তমান তরুণ সমাজের কাছে স্কাউটিং এ পৌছে দেওয়া আমাদের এই পরিভ্রমণের অন্যতম লক্ষ্য।

পায়ে হেঁটে ১৫০ কিলোমিটারের এই যাত্রাকে স্কাউটিংয়ে ‘র‍্যাম্বলিং’ বা ‘পরিভ্রমণ’ বলা হয়। এই কার্যক্রমের প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস) অর্জনের গুরুত্বপূর্ণ ধাপ। এই অ্যাওয়ার্ড (পিআরএস) পেতে সেবা স্তরের রোভারদের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার বা নৌকাযোগে ৩০০ কিলোমিটার অথবা সাইকেল যোগে ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে একটি প্রোগ্রাম সম্পন্ন করতে হয়।