আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা জেলার ২টি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।
ঘোষিত তালিকা অনুযায়ী—বরগুনা-১ (বরগুনা সদর, আমতলী ও তালতলী) আসনে ” মোঃ নজরুল ইসলাম মোল্লা ”
বরগুনা-২ (বামনা, পাথরঘাটা ও বেতাগী) আসনে ” নুরুল ইসলাম মনি ”
মনোনয়ন পেয়েছেন।
মনোনয়ন ঘোষণার পর থেকেই জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মাঝে উচ্ছ্বাস ও নতুন উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিশেষ করে তরুণ ভোটার ও ছাত্রসমাজের মধ্যে নির্বাচনী আগ্রহ আরও বৃদ্ধি পেয়েছে।
ছাত্রদলের শুভেচ্ছা ও প্রতিক্রিয়া বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল এর পক্ষ থেকে দুই মনোনীত প্রার্থীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
এসময় বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের- যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাফিজ মাহমুদ হাওলাদার বলেন—
“ধানের শীষ প্রতীক এই দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং স্বাধীন মত প্রকাশের প্রতীক। আমরা বিশ্বাস করি মনোনীত প্রার্থীরা জনগণের কল্যাণে, উন্নয়ন অগ্রগতিতে এবং অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবেন। আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি।”
প্রার্থীদের প্রতি জনগণের প্রত্যাশা ও স্থানীয় ভোটারদের অভিমত—
বরগুনার রাজনৈতিক ও উন্নয়নমূলক কার্যক্রমে নতুন দিক উন্মোচনে যোগ্য ও সৎ নেতৃত্বের প্রয়োজন, এবং বিএনপির ঘোষিত এই দুই প্রার্থী সেই প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবেন বলে অনেকেই মনে করছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি )ও ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়—
গণতন্ত্র ফেরাতে, মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে,দেশকে সঠিক পথে পরিচালনা করতে ধানের শীষকে বিজয়ী করুন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই বরগুনায় নির্বাচনী পরিবেশ উত্তপ্ত ও সক্রিয় হয়ে উঠছে। মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে মাঠ পর্যায়ের প্রচারণায় নতুন গতি সঞ্চার হয়েছে।

বরগুনা প্রতিনিধি 





















