হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিক্ষার্থী সুজন ইসলামের ব্যক্তিগত উদ্যোগে মেয়েদের জন্য আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন রিফা ও রাইসা
সোমবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে ‘ফিমেল ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৫’-এর ফাইনাল অনুষ্ঠিত হয়। উদ্বোধনী আয়োজনে সুজন ইসলামের সাথে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতাকর্মীরা। ফাইনালে সাদিয়-আফরিন জুটিকে হারিয়ে বিজয়ী হয় রিফা-রাইসা জুটি।
অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, হাবিপ্রবি শাখার আহবায়ক বার্নাড পলাশ দাশ বলেন,”আজকের প্রতিযোগিতামূলক খেলা দেখে মনে হলো আমাদের মেয়েরাও পিছিয়ে নেই। এরকম ভালো উদ্যোগ নিলে তারা শুধু এখানে নয় আন্ত:বিশ্বিবদ্যালয় খেলাগুলোতেও ভালো করবে।গঠনমূলক ক্যম্পাস গঠনে এরকম আয়োজন অবশ্যই প্রশংসনীয়”
ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্যোক্তা ও ছাত্রদল নেতা সুজন ইসলাম বলেন,”আজকের টুর্নামেন্টের মত আগামীতেও মেয়েদের জন্য আরও টুর্নামেন্ট আয়োজন করার আশা রাখছি।বিভিন্ন শিক্ষার্থীবান্ধব কাজ করার ও শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করবো। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মননশীলতা বৃদ্ধিতে এইরকম আরো আয়োজন করবো ইনশাল্লাহ”
অংশগ্রহণকারীরা ভবিষ্যতে এরকম আরও শিক্ষার্থীবান্ধব কার্যক্রমে অংশ নিতে চান বলে জানান।প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্স-আপদের মাঝে পুরষ্কার বিতরণীর মাধ্যমে প্রতিযোগিতার সমাপ্তি হয়।

হাবিপ্রবি প্রতিনিধি: 






















