বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত “৩১ দফা রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের রূপরেখা” জনগণের কাছে পৌঁছে দিতে সারাদেশে ধারাবাহিকভাবে লিফলেট বিতরণ ও উঠান বৈঠক কর্মসূচি চলছে। এরই ধারাবাহিকতায় রবিবার নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
আজ গুড়ীহাড়ী শালবাড়ী গ্রামে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪৬/১ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ডা. মোঃ ছালেক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা।
এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মাসুদ রানা, এবং সঞ্চালনা করেন মেহেদী হাসান আনন্দ।
এ ছাড়া ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মনজুরুল রহমান, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, মেহেদী হাসান, আজীবর রহমান, মোরশেদ আলম,ফাতেমাতুজ জহুরা, সুলতান মাহমুদ, বিদ্যুৎ চন্দ্র মাহাত্ম্য ও ওয়ালীদ হাসানসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তাঁরা এলাকার দোকানপাট, বাজার, মহল্লা ও বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং ৩১ দফার লক্ষ্য, উদ্দেশ্য ও গুরুত্ব সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।
স্থানীয় নেতৃবৃন্দ বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়—এটি জাতির মুক্তি, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার।”
তাঁরা আরও জানান, দেশের জনগণ আজ ন্যায়বিচার, ভোটাধিকার ও সুশাসনের প্রত্যাশায় আছে, আর বিএনপি সেই প্রত্যাশারই প্রতিফলন ঘটাতে কাজ করছে।
প্রধান অতিথি ডা. মোঃ ছালেক চৌধুরী বলেন,
“এই ধরনের গণসংযোগ ও উঠান বৈঠক কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে প্রতিটি ঘরে ঘরে বিএনপির ৩১ দফার বার্তা পৌঁছে যায়। জনগণের অংশগ্রহণই আমাদের প্রকৃত শক্তি।”

মাসুদ রানা মিশু, স্টাফ রিপোর্টার 





















