১০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

লকডাউন সফল করো’ স্লোগানে বান্দরবানের লামায় নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ১

বান্দরবানের লামা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ মশাল মিছিল করেছে। মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ১০টা ৫০ মিনিট থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়া রফিক আলম (৪৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে। তিনি ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফকিরাখোলা এলাকার বাহাদুর মিয়ার ছেলে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, “মশাল মিছিলের ঘটনায় রাতব্যাপী অভিযান চালানো হয় এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে।”

স্থানীয় সূত্রে জানা যায়, ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের হারগাজা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় মিছিলটির আয়োজন করে নিষিদ্ধ আওয়ামী লীগ। এতে নেতৃত্ব দেন ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সাবেক মেম্বার কুতুব উদ্দিন। মিছিলে প্রায় ২০–২৫ জন অংশ নেন। অংশগ্রহণকারীরা “বান্দরবানের মাটি শেখ হাসিনার ঘাঁটি” ও “১৩ তারিখ লকডাউন সফল করো”সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

কুতুব উদ্দিন ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের শানকুরপাতা ঝিরির উলামিয়ার ছেলে।

এদিকে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে লামার ৫নং সরই ইউনিয়নের কেয়াজুপাড়া বাজার এলাকায় সড়কে আগুন দেওয়ার ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, এই অগ্নিসংযোগের পেছনেও নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা জড়িত। তাদের মতে, “১৩ নভেম্বর লকডাউন সফল করতে” উদ্দেশ্যপ্রণোদিতভাবেই আগুন দেওয়া হয়েছে।

জনপ্রিয়

সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করতে হবে: আতাউর রহমান সম্ভু

লকডাউন সফল করো’ স্লোগানে বান্দরবানের লামায় নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ১

প্রকাশের সময় : ০৭:৫৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

বান্দরবানের লামা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ মশাল মিছিল করেছে। মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ১০টা ৫০ মিনিট থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়া রফিক আলম (৪৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে। তিনি ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফকিরাখোলা এলাকার বাহাদুর মিয়ার ছেলে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, “মশাল মিছিলের ঘটনায় রাতব্যাপী অভিযান চালানো হয় এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে।”

স্থানীয় সূত্রে জানা যায়, ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের হারগাজা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় মিছিলটির আয়োজন করে নিষিদ্ধ আওয়ামী লীগ। এতে নেতৃত্ব দেন ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সাবেক মেম্বার কুতুব উদ্দিন। মিছিলে প্রায় ২০–২৫ জন অংশ নেন। অংশগ্রহণকারীরা “বান্দরবানের মাটি শেখ হাসিনার ঘাঁটি” ও “১৩ তারিখ লকডাউন সফল করো”সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

কুতুব উদ্দিন ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের শানকুরপাতা ঝিরির উলামিয়ার ছেলে।

এদিকে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে লামার ৫নং সরই ইউনিয়নের কেয়াজুপাড়া বাজার এলাকায় সড়কে আগুন দেওয়ার ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, এই অগ্নিসংযোগের পেছনেও নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা জড়িত। তাদের মতে, “১৩ নভেম্বর লকডাউন সফল করতে” উদ্দেশ্যপ্রণোদিতভাবেই আগুন দেওয়া হয়েছে।