আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-২ (নালিতাবাড়ি–নকলা) আসনের এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব মো. আবদুল্লাহ বাদশা ১২ নভেম্বর রাতে, নিচপাড়া বাজারে এক উঠান বৈঠক করেন।
উঠান বৈঠকে স্থানীয় ব্যবসায়ী, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। জনাব আবদুল্লাহ বাদশা তার বক্তব্যে এলাকার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, বেকারত্ব নিরসন ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, “জনগণের ভালোবাসা ও আস্থাই আমার শক্তি। আমি জনগণের প্রতিনিধি হয়ে নয়, জনগণের সেবক হয়ে কাজ করতে চাই।”
উক্ত অনুষ্ঠানে এবি পার্টির স্থানীয় নেতৃবৃন্দ, যুব ফ্রন্ট ও মহিলা ফ্রন্টের নেতারাও উপস্থিত ছিলেন।
সভা শেষে উপস্থিত জনতার সঙ্গে কুশল বিনিময় ও বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন প্রার্থী জনাব মো. আবদুল্লাহ বাদশা।

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি 




















