০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

শ্রীবরদীতে বিএনপি মনোনীত প্রার্থী’র উঠান বৈঠক

শেরপুরের শ্রীবরদীতে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে ভেলুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের লক্ষিডাংড়ি গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ ( শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী জনাবা ফরিদা হক দিপা।
এসময় উপজেলা ও ইউনিয়ন মহিলা দলের নেতৃবৃন্দসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে আসন্ন নির্বাচনে দলের অবস্থান ও করণীয় নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে প্রত্যেক নারীকে সচেতন ও সংগঠিত হতে হবে।

স্থানীয় নেতৃবৃন্দ জানান, মাঠ পর্যায়ে এমন সভা-বৈঠকের মাধ্যমে নারী ভোটারদের মধ্যে রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণ আরও বাড়বে।

জনপ্রিয়

জাবি অধ্যাপকের ফেসবুক পোস্টে অশ্লীল মন্তব্যকারীর বিচার দাবি জাবি ছাত্রদলের

শ্রীবরদীতে বিএনপি মনোনীত প্রার্থী’র উঠান বৈঠক

প্রকাশের সময় : ০৭:৩২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

শেরপুরের শ্রীবরদীতে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে ভেলুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের লক্ষিডাংড়ি গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ ( শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী জনাবা ফরিদা হক দিপা।
এসময় উপজেলা ও ইউনিয়ন মহিলা দলের নেতৃবৃন্দসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে আসন্ন নির্বাচনে দলের অবস্থান ও করণীয় নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে প্রত্যেক নারীকে সচেতন ও সংগঠিত হতে হবে।

স্থানীয় নেতৃবৃন্দ জানান, মাঠ পর্যায়ে এমন সভা-বৈঠকের মাধ্যমে নারী ভোটারদের মধ্যে রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণ আরও বাড়বে।