১২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

হৃদরোগ চিকিৎসায় নতুন সম্ভাবনা: জাবি গবেষকদের ন্যানোক্যারিয়ার উদ্ভাবন

হৃদরোগের চিকিৎসায় ওষুধ সরবরাহ আরও উন্নত করতে অভিনব ন্যানোম্যাটেরিয়াল উদ্ভাবন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গবেষকরা।

নতুন এই গ্যালিয়াম নাইট্রাইড ফুলেরিন (GaNF) মানুষের শরীরে হৃদরোগের ওষুধ ফেলোডিপিন আরও কার্যকরভাবে পৌঁছে দিতে সক্ষম বলে দাবি করেছেন গবেষকেরা।

সম্প্রতি রয়্যাল সোসাইটি অব কেমিস্ট্রির আন্তর্জাতিক জার্নাল ‘ন্যানোস্কেল’-এ প্রকাশিত গবেষণাপত্রে জানানো হয়, নতুন এই ন্যানোক্যারিয়ার ওষুধের সঙ্গে দৃঢ় ও স্থিতিশীল বন্ধন তৈরি করে। ফলে নিয়ন্ত্রিতভাবে ওষুধ নিঃসরণ সম্ভব হয়। এতে চিকিৎসার কার্যকারিতা বাড়ার পাশাপাশি পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি কমতে পারে।

গবেষণায় গ্যালিয়াম নাইট্রাইড ফুলেরিনের সঙ্গে বোরন নাইট্রাইড ও অ্যালুমিনিয়াম নাইট্রাইডের তুলনা করা হয়। সেখানে দেখা যায়, GaNF সবচেয়ে নিরাপদ ও কার্যকর ন্যানোক্যারিয়ার। আরও গুরুত্বপূর্ণ হলো—এটি ইনফ্রারেড আলোতে সাড়া দেয়। ফলে ওষুধের অবস্থান ও প্রবাহ মানবদেহের ভেতরে রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করা সম্ভব।

গবেষণা দলের সদস্য ও বুয়েটের অধ্যাপক অলি উর রহমান প্রথম আলোকে বলেন, “আমাদের উদ্ভাবিত ন্যানোক্যারিয়ার ফেলোডিপিনকে আরও নির্ভরযোগ্যভাবে শরীরের নির্দিষ্ট অংশে পৌঁছে দিতে সক্ষম। এতে হৃদরোগ চিকিৎসায় বড় পরিবর্তন আসতে পারে।”

গবেষণা দলে আরও যুক্ত ছিলেন—
জাবির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. কবির উদ্দিন সিকদার, ওহিও স্টেট ইউনিভার্সিটির মো:কাজী রোকনুজ্জামান,
রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউটের ডি. এম. সাদুজ্জামান,ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ সাদিকুর রহমান, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মুজাক্কির আমিন
এবং ফ্লোরিডা ইনস্টিটিউট অব টেকনোলজির সৈয়দ মেহেদী হাসান।

গবেষকেরা মনে করেন, এই প্রযুক্তি ভবিষ্যতে হৃদরোগ ছাড়াও জটিল রোগের চিকিৎসায় নিরাপদ ও নিয়ন্ত্রিত ওষুধ সরবরাহ ব্যবস্থার নতুন দিগন্ত খুলে দিতে পারে।

জনপ্রিয়

সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করতে হবে: আতাউর রহমান সম্ভু

হৃদরোগ চিকিৎসায় নতুন সম্ভাবনা: জাবি গবেষকদের ন্যানোক্যারিয়ার উদ্ভাবন

প্রকাশের সময় : ০৯:০৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

হৃদরোগের চিকিৎসায় ওষুধ সরবরাহ আরও উন্নত করতে অভিনব ন্যানোম্যাটেরিয়াল উদ্ভাবন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গবেষকরা।

নতুন এই গ্যালিয়াম নাইট্রাইড ফুলেরিন (GaNF) মানুষের শরীরে হৃদরোগের ওষুধ ফেলোডিপিন আরও কার্যকরভাবে পৌঁছে দিতে সক্ষম বলে দাবি করেছেন গবেষকেরা।

সম্প্রতি রয়্যাল সোসাইটি অব কেমিস্ট্রির আন্তর্জাতিক জার্নাল ‘ন্যানোস্কেল’-এ প্রকাশিত গবেষণাপত্রে জানানো হয়, নতুন এই ন্যানোক্যারিয়ার ওষুধের সঙ্গে দৃঢ় ও স্থিতিশীল বন্ধন তৈরি করে। ফলে নিয়ন্ত্রিতভাবে ওষুধ নিঃসরণ সম্ভব হয়। এতে চিকিৎসার কার্যকারিতা বাড়ার পাশাপাশি পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি কমতে পারে।

গবেষণায় গ্যালিয়াম নাইট্রাইড ফুলেরিনের সঙ্গে বোরন নাইট্রাইড ও অ্যালুমিনিয়াম নাইট্রাইডের তুলনা করা হয়। সেখানে দেখা যায়, GaNF সবচেয়ে নিরাপদ ও কার্যকর ন্যানোক্যারিয়ার। আরও গুরুত্বপূর্ণ হলো—এটি ইনফ্রারেড আলোতে সাড়া দেয়। ফলে ওষুধের অবস্থান ও প্রবাহ মানবদেহের ভেতরে রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করা সম্ভব।

গবেষণা দলের সদস্য ও বুয়েটের অধ্যাপক অলি উর রহমান প্রথম আলোকে বলেন, “আমাদের উদ্ভাবিত ন্যানোক্যারিয়ার ফেলোডিপিনকে আরও নির্ভরযোগ্যভাবে শরীরের নির্দিষ্ট অংশে পৌঁছে দিতে সক্ষম। এতে হৃদরোগ চিকিৎসায় বড় পরিবর্তন আসতে পারে।”

গবেষণা দলে আরও যুক্ত ছিলেন—
জাবির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. কবির উদ্দিন সিকদার, ওহিও স্টেট ইউনিভার্সিটির মো:কাজী রোকনুজ্জামান,
রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউটের ডি. এম. সাদুজ্জামান,ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ সাদিকুর রহমান, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মুজাক্কির আমিন
এবং ফ্লোরিডা ইনস্টিটিউট অব টেকনোলজির সৈয়দ মেহেদী হাসান।

গবেষকেরা মনে করেন, এই প্রযুক্তি ভবিষ্যতে হৃদরোগ ছাড়াও জটিল রোগের চিকিৎসায় নিরাপদ ও নিয়ন্ত্রিত ওষুধ সরবরাহ ব্যবস্থার নতুন দিগন্ত খুলে দিতে পারে।