দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) পুরকৌশল বিভাগের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) স্বীকৃতি প্রাপ্তির জন্য শিক্ষার্থীদের বহুল কাঙ্ক্ষিত ওবিই পাঠ্যক্রম একাডেমিক কাউন্সিলে অনুমোদিত হয়।
আজ রবিবার (১৬ নভেম্বর) হাবিপ্রবির পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে পুরকৌশল বিভাগের চেয়ারম্যান এসোসিয়েট প্রফেসর মোঃ বেলাল হোসেন স্যার এবং প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর এস এম কামরুল হাসান স্যারকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।
গত বুধবার সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের বহুল কাঙ্ক্ষিত ওবিই পাঠ্যক্রম একাডেমিক কাউন্সিলে অনুমোদিত হয়। ওবিই পাঠ্যক্রম হলো আউট কাম বেসড এডুকেশন ভিত্তিক একটি পাঠ্যক্রম যা সাধারণত বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে অনুসরণ করা হয়। হাবিপ্রবির পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি তাদের প্রকৌশলী পরিচয় নিশ্চিতের জন্য আইইবি অ্যাক্রেডিয়েশন নিশ্চিত করা। আইইবি অ্যাক্রেডিয়েশনের প্রথম পদক্ষেপ হলো ওবিই পাঠ্যক্রম থাকা এছাড়াও পর্যাপ্ত ল্যাব ইকুইপমেন্ট এবং শিক্ষার্থীদের সাথে নির্দিষ্ট অনুপাত বজায় রেখে শিক্ষক থাকতে হবে।
এর পূর্বে গত মে মাসে প্রশাসনিক ভবনের সামনে পুরকৌশল বিভাগের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে চারদফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছিল। পরবর্তীতে বিভাগের চেয়ারম্যান স্যার সহ দায়িত্বশীল শিক্ষকদের আশ্বাসে তারা পুনরায় ক্লাস পরীক্ষায় ফিরে আসে।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) বাংলাদেশের প্রকৌশল পেশাজীবীদের জাতীয় সংগঠন। আইইবি হলো বাংলাদেশে ইঞ্জিনিয়ারদের অভিভাবক সংস্থা। এই সংস্থা সোসাইটিস রেজিস্ট্রেশন অ্যাক্ট ১৮৬০ দ্বারা নিবন্ধিত। আইইবিতে বর্তমানে সব প্রকৌশল বিভাগ অন্তর্ভুক্ত।

হাবিপ্রবি প্রতিনিধি 























