জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০নং ছাত্র হলে গাঁজা সহ ৩ জনকে আটক করেছেন হলের আবাসিক শিক্ষার্থী ও উক্ত হল সংসদের প্রতিনিধিরা।
রবিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে বারোটার দিকে ১০ নং ছাত্র হলের ১৩১ নম্বর রুমে তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় হল সংসদ এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আটক শিক্ষার্থীরা হলেন ফাহিম (প্রাণিবিদ্যা -৫৪ ব্যাচ), শুভ (প্রাণিবিদ্যা-৫৪ ব্যাচ) এবং সাজিদ (বহিরাগত)। উল্লেখ্য যে তাদের সাথে থাকা আরিফ (রসায়ন- ৫৩ ব্যাচ) রুম থেকে বের হয়ে পালিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৫৪ ব্যাচের শিক্ষার্থীদের কয়েকজন আমাদের কাছে আসে। তারা জানায় একটি কক্ষ থেকে তাদের একজন বন্ধুকে (ইমরান ৫৪) বের হতে নির্দেশ দিয়ে ওই কক্ষেই বহিরাগত সহ কয়েকজন গাজা সেবন করছে। পরবর্তীতে আমরা সকলে ঘটনা স্থলে এসে তাদের হাতে নাতে ধরি। পরবর্তীতে হল সংসদ প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর হল প্রশাসনকে বিষয়টি জানালে প্রশাসন তাদের জিজ্ঞাসাবাদ করেন। এবং উক্ত হলের শিক্ষার্থী ছাড়া অভিযুক্তদের প্রক্টর অফিসে সোপর্দ করেন।
এ ব্যাপারে ১০নং ছাত্র হলের সহকারী আবাসিক শিক্ষক ইমরান হোসাইন সুমন জানান, অভিযুক্ত শিক্ষার্থীদের মধ্যে যারা আমাদের হলের আবাসিক ছাত্র তাদের ব্যপারে আমাদের হল প্রশাসন সিদ্ধান্ত নিবেন। এখন যেহেতু প্রাধ্যাক্ষ স্যার উপস্থিত নেই,সে হিসেবে স্যার আমাকে আশ্বস্ত করেছেন, আগামীকাল প্রথম প্রহরেই এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করবেন কিন্তু যারা আমাদের হলের আবাসিক ছাত্র নয় তাদের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সিদ্ধান্ত আসবে। এটা আমাদের এখতিয়ার বহির্ভূত।

আশিকুল ইসলাম, জাবি প্রতিনিধি 





















