পটুয়াখালী: কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অবস্থায় মৃত্যুবরণ করেছেন পটুয়াখালী সদর থানার বড় বিঘাই ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আবু জাফর হাওলাদার।
পটুয়াখালী জেলা কারাগারের জেল সুপার আতিকুর রহমান এই তথ্যটি নিশ্চিত করেছেন।
অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবু জাফর হাওলাদারের মৃত্যু হয়।
তিনি পটুয়াখালী সদর থানার বড় বিঘাই ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ছিলেন। মৃত্যুর পূর্বে তিনি পটুয়াখালী জেলা কারাগারে বন্দী ছিলেন।
জেল সুপার আতিকুর রহমান জানান, সাবেক চেয়ারম্যান আবু জাফর হাওলাদার অসুস্থ বোধ করায় তাকে জেলা কারাগার থেকে হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর কারণ এবং বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে।

রাহাত হাওলাদার, পটুয়াখালী প্রতিনিধি 





















