গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
দুর্নীতির তালাশ টিমের সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা উসকানিমূলক ও বিভ্রান্তিকর তৎপরতার অভিযোগে রবিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আনিসুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ফিরোজ প্রধান, গাইবান্ধা প্রতিনিধি 




















