হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সর্বপ্রাচীন ও সর্ববৃহৎ সংগঠন ‘অর্ক সাংস্কৃতিক জোটের’ ২০২৫-২০২৬ সেশনের আংশিক কমিটি প্রকাশিত হয়েছে।
আজ ১৪ নভেম্বর (শুক্রবার) অর্ক সাংস্কৃতিক জোটের এক বিবৃতিতে সভাপতি হিসেবে কামরুল হাসান ও সাধারণ সম্পাদক মো: তাসনিমুল হাসান প্লাবন নির্বাচিত হয়েছেন। কামরুল হাসান ডিভিএম অনুষদের ২১ ব্যাচের শিক্ষার্থী ও তাসনিমুল হাসান প্লাবন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ২২ ব্যাচের শিক্ষার্থী। পূর্ণাঙ্গ কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে প্রকাশিত হবে বলে জানিয়েছেন ‘অর্ক সাংস্কৃতিক জোট ‘ কর্তৃপক্ষ।
নবনির্বাচিত সভাপতি কামরুল হাসান জানান,” অর্ক সাংস্কৃতিক জোটের সভাপতি নির্বাচিত হওয়াকে একটি সৌভাগ্য এবং গর্বের বিষয় বলেই মনে করছি আমি। এক্ষেত্রে যদি ধন্যবাদ দেওয়ার বিষয়টা উঠে আসে তাহলে সংগঠনের সম্মানিত এলামনাই, সিনিয়র এবং বন্ধুদের ধন্যবাদ না দিলেই নয়। তবে সাংস্কৃতিক সংগঠনের একজন সদস্য হিসেবে ধন্যবাদ দেওয়াকে আমার কাছে নিছক একটা আনুষ্ঠানিকতা ছাড়া অন্য কিছু মনে হয় না। একটি সংগঠন কখনো একক বা দ্বৈতভাবে চালানো সম্ভব না এবং চলেও না। সংগঠনের প্রতিটি পদ এবং প্রতিটি সদস্য অন্তত গুরুত্বপূর্ণ। আমার ব্যাক্তিগত চিন্তা এবং ইচ্ছার কথা যদি বলেন যেক্ষেত্রে বলবো সংগঠনের বর্তমান এবং অতীত প্রতিটি সদস্যদের সম্মিলিত সহায়তায় সংগঠন কে একটি নতুন মাত্রা দেওয়া এবং জাতীয় পর্যায়ে সংগঠন কে পরিচয় করে দেওয়া। আশাকরি এই মহৎ চিন্তাধারায় আমাদের ক্যাম্পাস প্রশাসন তাদের সর্বোচ্চ সহযোগিতাই করবে। অন্তত আমরা আমাদের ক্যাম্পাস অভিভাবকদের কাছ থেকে এতটুক আশা করতেই পারি। পরিশেষে এটাই বলবো দোয়া করবেন সবাই আমাদের জন্য।”
সাধারণ সম্পাদক মোঃ তাসনিমুল হাসান প্লাবন বলেন,’অর্ক সাংস্কৃতিক জোট’ আমার উপর বিশ্বাস রেখে সাধারণ সম্পাদকের যে গুরুদায়িত্ব আমাকে দিয়েছে আমি আমার সর্বোচ্চ চেষ্টা রাখবো সেই বিশ্বাস বজায় রাখতে। সংগঠন কে নতুন কিছু উপহার দিতে। আমি সবসময় চাই ক্যাম্পাসে সুস্থ ধারার সংস্কৃতি চর্চা হোক,ক্যাম্পাস হয়ে উঠুক প্রানবন্ত। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন।”

সারোয়ার আলম রিজন, হাবিপ্রবি প্রতিনিধি 






















