০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

বরগুনার আমতলীতে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ: রাতেই অভিযান চালিয়ে ৫ জন গ্রে/ফতার

  • এবিএন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:২৪:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • 26

বরগুনার আমতলী উপজেলায় মধ্যরাতে একটি যাত্রীবাহী বাসে অ’গ্নি’সংযোগের ঘটনা ঘটেছে। গতকাল দিবাগত রাত প্রায় ২টার দিকে আমতলী পৌরশহরের চৌরাস্তা এলাকার কাছে এই নাশকতার ঘটনা ঘটে।

ঘটনার পরপরই আমতলী থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

আমতলী থানার ওসি (তদন্ত) জানান, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পালানোর সময় সন্দেহভাজন কয়েকজনকে আটক করে। ঘটনার কারণ উদঘাটন ও অন্য জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। নাশকতার এ ধরনের ঘটনাকে বিচ্ছিন্ন উল্লেখ করে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ আগুন দেখে তারা আতঙ্কিত হয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। সৌভাগ্যক্রমে এই ঘটনায় কোনো প্রাণহানি হয়নি, তবে বাসটির সামনের অংশ পুড়ে যায়।

জনপ্রিয়

পটুয়াখালী: কারাগারে অসুস্থ হয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃ*ত্যু

বরগুনার আমতলীতে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ: রাতেই অভিযান চালিয়ে ৫ জন গ্রে/ফতার

প্রকাশের সময় : ০৩:২৪:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

বরগুনার আমতলী উপজেলায় মধ্যরাতে একটি যাত্রীবাহী বাসে অ’গ্নি’সংযোগের ঘটনা ঘটেছে। গতকাল দিবাগত রাত প্রায় ২টার দিকে আমতলী পৌরশহরের চৌরাস্তা এলাকার কাছে এই নাশকতার ঘটনা ঘটে।

ঘটনার পরপরই আমতলী থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

আমতলী থানার ওসি (তদন্ত) জানান, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পালানোর সময় সন্দেহভাজন কয়েকজনকে আটক করে। ঘটনার কারণ উদঘাটন ও অন্য জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। নাশকতার এ ধরনের ঘটনাকে বিচ্ছিন্ন উল্লেখ করে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ আগুন দেখে তারা আতঙ্কিত হয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। সৌভাগ্যক্রমে এই ঘটনায় কোনো প্রাণহানি হয়নি, তবে বাসটির সামনের অংশ পুড়ে যায়।