হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন “দানেশ ব্লাড ব্যাংক” তার প্রতিষ্ঠার ১২ বছর পূর্তি উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে। বৃহস্পতিবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
“করবো রক্ত দান, বাঁচবে লক্ষ প্রাণ” — এই স্লোগানকে সামনে রেখে ২০১৩ সালের ১৩ই নভেম্বর সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে দানেশ ব্লাড ব্যাংক নিয়মিত রক্তদান কর্মসূচি, রক্ত সংগ্রহ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি জাকির হোসেন রাজু বলেন, “দানেশ ব্লাড ব্যাংক আমার কাছে এমন একটি সংগঠন, যেখানে শিখেছি রক্তদান মানে শুধু রক্ত দেওয়া নয়— এটি ভালোবাসা, মানবতা আর জীবন বাঁচানোর প্রতিশ্রুতি। প্রতিটি সেবা, প্রতিটি আহ্বান ও প্রতিটি ক্যাম্প আমাদের ঐক্য, ত্যাগ আর মানবতার এক উজ্জ্বল নিদর্শন। আজ এই বিশেষ দিনে আমরা নতুন করে প্রতিজ্ঞা করছি— মানবতার এই যাত্রা থেমে থাকবে না। এক ফোঁটা রক্ত, একটুখানি সময়ই বদলে দিতে পারে একটি জীবনের গল্প।”
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান হাসান বলেন, “এক যুগ ধরে হাজারো মানুষের জীবন বাঁচানোর অংশীদার হতে পেরে দানেশ ব্লাড ব্যাংক গর্বিত। স্বেচ্ছাশ্রম ও স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে আমরা মানবতাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। যারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে রক্তদান করেন, তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই।”
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে উৎসবমুখর পরিবেশে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

হাবিপ্রবি প্রতিনিধি: 























