ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানা কার্যক্রমের মধ্যে রয়েছে প্রার্থীর বৈধতা; যা নির্ধারণ করবেন রিটার্নিং কর্মকর্তা। নরসিংদী-১ এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৮ জন।
এরমধ্যে রয়েছেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খায়রুল কবির খোকন, বাংলাদেশ জামায়েতে ইসলামী মোঃ ইব্রাহিম ভূইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোঃ আশরাফ হোসেন ভুইয়া, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের হামিদুল হক পারভেজ, গণ অধিকার পরিষদ শিরিন আক্তার শেলি, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাখাওয়াত হোসেন, জাতীয় পার্টির মোহাম্মদ মোস্তফা জামান, গণ ফোরামের শহিদুজ্জামান চৌধুরী।
শনিবার (০৩ জানুয়ারি) ছিল প্রার্থীতা বাছাই পর্ব; নরসিংদী সদরে শুধুমাত্র গণ অধিকার পরিষদ এর নেতা এড. শিরিন আক্তার শেলি এর প্রার্থীতা স্থগিতাদেশ ছাড়া সবারই প্রার্থীতার বৈধতা দিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তা।
হামিদুল হক পারভেজ ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর নরসিংদী-১ সদর আসনের প্রার্থী হয়ে অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের সাথে ভোটের মাঠে লড়াই করবেন।
তিনি এসময় বার্তা দেন,’সব ধর্মের সব মত পথের সব মানুষের সমান নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার ভিত্তিক বৈষম্যহীন অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্রের লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লবে আপেল মার্কায় ভোট দিন।
একক গোষ্ঠীর রাষ্ট্র মানেই স্বৈরদস্যুতন্ত্র। রাষ্ট্র কোনো এক গোষ্ঠীর নয়, রাষ্ট্র সবার সব মানুষের, মানুষ ও নাগরিক হিসেবে সবাই সমান- এটাই আল্লাহ প্রাণাধিক প্রিয়নবীর নির্দেশিত বিধান এবং মানবতার রাজনীতির মৌলিক ভিত্তি । ইনসানিয়াত বিপ্লবের বাইরে আর কোনো দল সব মানুষের সমান নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার স্বীকার করে না।
একমাত্র ইনসানিয়াত বিপ্লব ই সব ধর্মের সব মত পথের সব মানুষের সমান রাষ্ট্রীয় মালিকানার ধারক দল। ইনসানিয়াত বিপ্লবের মৌলিক নীতি আল্লাহ প্রাণাধিক রাসুলের অলংঘনীয় দান ও বিধান হিসেবে রাষ্ট্রের মালিক সব মানুষ।
ইনসানিয়াত বিপ্লবের মানবতার রাষ্ট্র না হলে সব মানুষ নিজের জীবনের মালিকানা ও রাষ্ট্রীয় মালিকানা কখনোই ফিরে পাবেন না। নিজের অস্তিত্ব রক্ষার জন্য ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ হোন।’
ওমর ফারুক, নরসিংদী প্রতিনিধি 
























