০৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন জমা দিলেন মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (ঠাকুরগাঁও সদর) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, “দীর্ঘদিন পরে দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে।”
সোমবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করবেন) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইশরাত ফারজানার কাছে তিনি তার মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,
“দীর্ঘদিন পরে আমরা বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছি। এটি দেশের গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক দিক।”
ঠাকুরগাঁও-১ আসন থেকে দলীয় মনোনয়ন দেওয়ায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন,
“আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে আমাকে ঠাকুরগাঁও-১ আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। এজন্য বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা আবারও আমাকে এই আসন থেকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন।”
তিনি আরও বলেন,
“পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি—জনগণের সেবায় কাজ করার একটি সুযোগ আমি পেয়েছি। যদি জনগণের ভালোবাসায় নির্বাচিত হতে পারি, তবে ঠাকুরগাঁও অঞ্চলের সার্বিক উন্নয়ন, সামাজিক পরিবেশের উন্নতি, শিক্ষা প্রতিষ্ঠান শক্তিশালী করা, আর্থ-সামাজিক ব্যবস্থা উন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধিতে কাজ করব।”

জনপ্রিয়

জাবিতে চ্যাটজিপিটির সাহায্যে চান্স, পরবর্তী ইউনিটের পরীক্ষায় ধরা পড়ল শিক্ষার্থী

ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন জমা দিলেন মির্জা ফখরুল

প্রকাশের সময় : ০৪:২৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (ঠাকুরগাঁও সদর) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, “দীর্ঘদিন পরে দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে।”
সোমবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করবেন) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইশরাত ফারজানার কাছে তিনি তার মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,
“দীর্ঘদিন পরে আমরা বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছি। এটি দেশের গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক দিক।”
ঠাকুরগাঁও-১ আসন থেকে দলীয় মনোনয়ন দেওয়ায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন,
“আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে আমাকে ঠাকুরগাঁও-১ আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। এজন্য বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা আবারও আমাকে এই আসন থেকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন।”
তিনি আরও বলেন,
“পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি—জনগণের সেবায় কাজ করার একটি সুযোগ আমি পেয়েছি। যদি জনগণের ভালোবাসায় নির্বাচিত হতে পারি, তবে ঠাকুরগাঁও অঞ্চলের সার্বিক উন্নয়ন, সামাজিক পরিবেশের উন্নতি, শিক্ষা প্রতিষ্ঠান শক্তিশালী করা, আর্থ-সামাজিক ব্যবস্থা উন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধিতে কাজ করব।”