আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁও-১ (ঠাকুরগাঁও সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে জনাব দেলোয়ার হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন।
বুধবার (২৯ ডিসেম্বর) সকালে তিনি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর নির্ধারিত ফরম পূরণ করে মনোনয়নপত্র জমা দেন। এ সময় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিলের পর এক সংক্ষিপ্ত বক্তব্যে জনাব দেলোয়ার হোসেন বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। ঠাকুরগাঁও-১ আসনের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব।”
তিনি আরও বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে—এটাই তাঁর প্রত্যাশা। এ লক্ষ্যে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন তিনি।
এদিকে দলীয় নেতাকর্মীরা জানান, জনাব দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় সাধারণ মানুষের মধ্যে তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত সমর্থনে তিনি নির্বাচনে ভালো ফল অর্জন করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল শেষে নির্ধারিত সময়ে যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

নাজিমুল ইসলাম , ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি 



















