বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তার দল দেশে অনেক ভালো কিছু করতে পারবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
রোববার (২৮ ডিসেম্বর) রংপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
জিএম কাদের বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চয়ই আমরা ভালোভাবে দেখছি। আমি তাকে স্বাগত জানিয়েছি। তাকে যে প্রক্রিয়ায় রাজনীতি থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে, তা ঠিক ছিল না।
তিনি বলেন, তারেক রহমান দেশে ফিরেই প্রথম বলেছেন সবার সহাবস্থান দরকার। কোনো রাজনৈতিক বৈরিতা নয়। সবার সঙ্গে তিনি সহমর্মিতার বার্তা দিয়েছেন। এই অবস্থা থেকে মুক্তির একটাই পথ- সুষ্ঠু, অবাধ ও সব দলের অংশগ্রহণে নির্বাচন করা। এর মধ্য দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
জোটবদ্ধ নির্বাচন প্রসঙ্গে জিএম কাদের বলেন, আমরা জোটে যাব কিনা সেগুলো নিয়ে এখনো ভাবিনি। হয়তো কোনো সমঝোতা হতে পারে। তবে কোনো জোটে যাওয়ার সম্ভাবনা নেই।
এ সময় তার সঙ্গে ছিলেন দলের কো-চেয়ারম্যান রংপুরের সাবেক মেয়র মোস্তফিজার রহমান মোস্তফা, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আজমল হোসেন লেবু, প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির, যুগ্ম মহাসচিব আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিম প্রমুখ।
এর আগে বিকালে তিনি রংপুরে পৌঁছান। এরপর তিনি মুনশিপাড়া কবরস্থানে বাবা-মায়ের ও পরে পল্লী নিবাসে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেন।

এবিএন ডেস্ক 






















