খুলনা-৫ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ স ম জমশেদ খোন্দকারের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এছাড়া খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী, খুলনা-২ আসনে দলটির প্রার্থী অ্যাডভোকেট হেলাল হোসেন এবং খুলনা-৬ আসনের মাওলানা আবুল কালাম আজাদ মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতি এখন পরিবর্তন চায়। যারা অতীতে ক্ষমতায় ছিল, তাদের দ্বারা পরিবর্তন সম্ভব না। নতুন জোটই পরিবর্তন আনতে পারবে।
দেশের অইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান জামায়াতের এই নেতা।
মিয়া গোলাম পরোয়ার বলেন, জামায়াতে ইসলামি আটদলীয় সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নিচ্ছে। সম্প্রতি আরো দুটি দল যুক্ত হওয়ায় জোটের সংখ্যা দাঁড়িয়েছে দশে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত আসনভিত্তিক সমঝোতার চেষ্টা অব্যাহত থাকবে।
তিনি নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য কারচুপি ও ভোটাধিকার হরণের আশঙ্কা তুলে ধরে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভোট ডাকাতির যেকোনো চেষ্টা জনগণ প্রতিহত করবে।
খুলনা-১ আসনে জামায়াতে ইসলামীর হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দীকে ঘিরে আলোচনা প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, ধর্ম নয় ন্যায়, ইনসাফ ও সুশাসনই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল ভিত্তি। ভিন্ন ধর্মাবলম্বীরাও এই দর্শন সমর্থন করলে জামায়াতে যুক্ত হতে পারেন।
জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে তিনি হ্যাঁ-এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

এবিএন ডেস্ক 



















