০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

তিস্তা নদীর তীরে মশাল মিছিল শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান সাবু (৫০) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে লালমনিরহাট টু বুড়িমারী মহাসড়কের মোস্তফিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান সদর উপজেলার হারাটি ইউনিয়নের টেপাটারী এলাকার মৃত আনোয়ার মাস্টারের ছেলে। তিনি লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও সদর উপজেলার জিয়া পরিষদের সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রাতে তিস্তা নদীর পাড়ে মশাল প্রজ্বলন কর্মসূচি শেষে দুই বন্ধু—লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মান্নান ও আদিতমারী কেবি বালিকা বিদ্যালয় ও কলেজের শিক্ষক সামসুল আলম (৫১) মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মান্নান নিহত হন এবং সামসুল গুরুতর আহত হন।

ঘাতক ট্রাকটি দুর্ঘটনার পর দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা আহত শিক্ষককে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুন্নবী বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।”

জনপ্রিয়

শিবচরে লকডাউনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত বহু বিএনপি নেতা-কর্মী

তিস্তা নদীর তীরে মশাল মিছিল শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত

প্রকাশের সময় : ১০:৪৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান সাবু (৫০) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে লালমনিরহাট টু বুড়িমারী মহাসড়কের মোস্তফিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান সদর উপজেলার হারাটি ইউনিয়নের টেপাটারী এলাকার মৃত আনোয়ার মাস্টারের ছেলে। তিনি লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও সদর উপজেলার জিয়া পরিষদের সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রাতে তিস্তা নদীর পাড়ে মশাল প্রজ্বলন কর্মসূচি শেষে দুই বন্ধু—লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মান্নান ও আদিতমারী কেবি বালিকা বিদ্যালয় ও কলেজের শিক্ষক সামসুল আলম (৫১) মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মান্নান নিহত হন এবং সামসুল গুরুতর আহত হন।

ঘাতক ট্রাকটি দুর্ঘটনার পর দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা আহত শিক্ষককে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুন্নবী বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।”