লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল মান্নান সরকার সাবুর জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় লালমনিরহাট সদর উপজেলার তিস্তা সড়ক সেতু এলাকায় ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’-এর মশাল প্রজ্বলন কর্মসূচি শেষে ফেরার পথে মোস্তফি বাজার সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে মরহুমের জানাজা নামাজে অংশ নেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের নেতৃবৃন্দ।
জানাজা শেষে সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

রশিদুল ইসলাম রিপন 


















