নেত্রকোণা-১ (দুর্গাপুর–কলমাকান্দা) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ রবিবার (২৮ ডিসেম্বর) তিনি নেত্রকোণা জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
ব্যারিস্টার কায়সার কামাল কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। মনোনয়নপত্র দাখিলকালে তাঁর সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। উপস্থিত নেতারা আশাবাদ ব্যক্ত করেন, ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে নেত্রকোণা-১ আসনে বিএনপি জনগণের ব্যাপক সমর্থন পাবে।

তোফায়েল আলম ভূঁইয়া. দুর্গাপুর প্রতিনিধি 


















