০৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

“আওলিয়া কেরামের শিক্ষা এবং দ্বীন মিল্লাতের জাতীয় স্বার্থকে সব কিছুর উপরে স্থান দিতে হবে” -আল্লামা ইমাম হায়াত

  • মঈনউদ্দিন
  • প্রকাশের সময় : ০৬:১৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • 14

বিশ্ব সুন্নী আন্দোলন দরবার হল গুলশান ঢাকায় হযরত খাজাবাবা (রাহ:) ও জামিয়ে আওলিয়া সম্মেলন ও নির্বাচনী প্রতিনিধি সমাবেশ ২৭শে ডিসেম্বর শনিবার রাতে অনুষ্ঠিত হয়, বিশ্ব সুন্নী আন্দোলন (World sunni movement) এর প্রতিষ্ঠাতা এবং সর্বজনীন মানবিক রাষ্ট্রব্যবস্থা ও বিশ্বব্যবস্থার দিকদর্শন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব এর প্রবর্তক ও বাংলাদেশের একমাত্র মানবতার নিবন্ধিত রাজনৈতিক সংগঠন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াতের উপস্থিতিতে সম্পন্ন হয়।

সমাবেশে আল্লামা ইমাম হায়াত বলেন আওলিয়া কেরামের শিক্ষা এবং দ্বীন মিল্লাতের জাতীয় স্বার্থকে সব কিছুর উপরে স্থান দিতে হবে। আওলিয়া কেরাম সত্যের ধারক সত্যের দিকদর্শন। যেখানে সত্য নেই সেখানে আওলিয়া কেরাম নেই।
তিনি আরও বলেন, মাজার বিদ্বেষীদের ইসলামের শত্রু হিসেবে আখ্যায়িত করে আল্লামা ইমাম হায়াত বলেন, মাজার ইসলামের আধ্যাত্মিক কেন্দ্র। আওলিয়া কেরামের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা ছাড়া প্রকৃত ঈমান পূর্ণতা পায় না। ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ছাড়া বাতিল শক্তি থেকে মুক্তি সম্ভব নয়, আর ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলেশন ছাড়া মানবতার পূর্ণ অধিকার প্রতিষ্ঠা হবে না। এজন্য আল্লাহর প্রেম, প্রিয় নবীর শিক্ষা ও আওলিয়া কেরামের পথকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
আল্লামা ইমাম হায়াত বলেন , ওয়াবি মদূদি মোনাফেকরা আল্লাহতাআলার দুশমন কাফের। ঈমানের কলেমা মানুষের উপর থেকে মানুষের প্রভূত্ব উৎখাত করে সব ধর্মের সব মত পথের সব মানুষকে জীবনের মানবিক স্বাধীনতা ঘোষণা করেছে। কেউ বলপূর্বক কারো ব্যক্তিজীবনের উপর হস্তক্ষেপ কলেমার তাওহীদ রেসালাত ভিত্তিক চেতনা অস্বীকার এবং নিজেকে অন্যের জীবনের মালিক ঘোষণা করা তথা আল্লাহতাআলা ও তাঁর হাবীব প্রাণাধিক প্রিয়নবী রাহমাতাল্লিল আলামীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার ও অবমাননা করা।
আওলিয়া কেরামের প্রকৃত পথ যখন ভূলিয়ে দেয়া হয়, বিকৃত করা হয়, হারিয়ে যায় তখন সেখানে প্রকৃত ইসলাম আর থাকে না। ইসলামের নামে শয়তানী পথভ্রষ্টতা বর্বরতা ও কুফরী কায়েম হয়। যেমন আলোহীন আঁধারে চোর ডাকাত দুর্বৃত্ত তাণ্ডব শুরু হয়। যারা আওলিয়া কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তারা সত্যের সম্বন্ধ হারিয়ে আত্মিকভাবে মৃত ও পথভ্রষ্ট হয়ে গেছে এবং তাদের মাধ্যমে প্রকৃত ইসলাম বিকৃত বিলুপ্ত হয়ে ইসলামের ছদ্মনামে দোজাহানে ধ্বংসাত্মক কুফরি জালেম বাতেল ফেরকা গড়ে উঠেছে, মিল্লাত বিধ্বস্ত বিপর্যস্ত হয়ে গেছে। তাই আমাদেরকে আল্লাহতায়ালা ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লামের নির্দেশ হিসেবে নিজেদের আত্মা-জীবন, ঈমান-দ্বীন ও দোজাহানের সাফল্য ও মুক্তির স্বার্থে অবশ্যই আওলিয়া কেরামের পথে যুক্ত থাকতে হবে, আওলিয়া কেরামের পথে চলতে হবে যা ব্যতীত আমাদের জীবন আঁধার বিনাশের পথে চলে যাবে।
আওলিয়া কেরামের পথ ছাড়া যেমন সত্য ও মুক্তির কোন উপায় নেই, তেমনি আওলিয়া কেরামের প্রকৃত পথ আজ দুর্লভ হয়ে গেছে। তাঁদের পথের নামে অনেক বিকৃতি মূর্খতা ভণ্ডামী ব্যবসা প্রতারণা চলছে। আওলিয়া কেরামের প্রকৃত পথ খুজে পাওয়া জীবনের অতিজরুরী গুরুত্ত্বপূর্ণ অর্জন, যা আমাদের অবশ্যই পেতে হবে এবং এর বিপরীত বিকৃতি প্রতারণা সম্পর্কেও সজাগ হতে হবে, মুক্ত থাকতে হবে। কারন হীন স্বার্থসিদ্ধির জন্য ধোকা দিয়ে আওলিয়া কেরামের পবিত্র নামের অনেক অপব্যবহার হচ্ছে। আওলিয়া কেরামের প্রকৃত পথের পূণরূজ্জীবন ও সে পথে ঐক্যবদ্ধ অগ্রযাত্রার মাধ্যমেই জীবন ও দ্বীন মিল্লাতের হারানো সব কিছু পূণরূদ্ধার ও পূণপ্রতিষ্ঠা সম্ভব। আর এটাই হতে হবে আমাদের লক্ষ্য।
আমরা যারা আল্লাহ ও তাঁর হাবীবের উদ্দেশ্যে আওলিয়াকেরামকে ভালবাসি, আওলিয়াকেরামের হয়ে চলতে চাই,সত্য ও মানবতার দ্বীনের প্রতিষ্ঠা চাই, মিথ্যা ও জুলুমের অবসান চাই, বাতেলের আগ্রাসন রূখতে চাই, মিল্লাত ও মানবতার মুক্তি চাই, তাদের আজ অবশ্যই সব সংকীর্ণতা মুক্ত হয়ে সব তরিকত খানকা দরবার মুমিন ভাই বোন সবাইকে ঐক্যবদ্ধ স্রোতধারায় যুক্ত হয়ে দুনিয়া ব্যাপী সুন্নী আন্দোলন গড়ে তুলতে হবে। বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ব্যতীত সর্ব বাতেল থেকে মুক্তি যেমন সম্ভব নয় তেমনি আওলিয়া কেরামের প্রকৃত পথে দ্বীনের পূর্নাংগ প্রতিষ্ঠাও সম্ভব নয়। এজন্য দয়াময় আল্লাহ ও প্রিয়নবীর প্রেম, আওলিয়া কেরামের শিক্ষা এবং দ্বীন মিল্লাতের জাতীয় স্বার্থকে সব কিছুর উপরে স্থান দিতে হবে।
মানবতার রাজনীতি প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত বলেন, সহিংসতা ও উগ্রবাদের রাজনীতি প্রত্যাখ্যান করে সকল মানুষের মানবিক স্বার্থ রক্ষার জন্য “মানবতার রাজনীতি” বা “ইনসানিয়াত”-এর ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান করেন, মানবতার রাজনীতি এবং ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে দেশবাসীকে এই মানবতার আন্দোলনের সাথে থাকার আহ্বান জানিয়েছেন।
চলমান রাষ্ট্রীয় সংকট উত্তরণ ওএকটি সুষ্ঠু ও দলনিরপেক্ষ জাতীয় নির্বাচনের আহ্বান জানিয়ে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত আসন্ন সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছেন এবং দেশের বিভিন্ন আসনে প্রার্থীরা ইতোমধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন । গণতান্ত্রিক অধিকার রক্ষায় তিনি মিথ্যা মামলা, নির্বিচার গ্রেপ্তার এবং শান্তিপূর্ণ প্রতিবাদের সাংবিধানিক অধিকার হরণ না করার জন্য ইন্টেরিম সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ।
সকল মানুষের কল্যাণে আল্লামা ইমাম হায়াত উল্লেখ করেন যে, একটি প্রকৃত রাজনৈতিক দলকে সকল মানুষের প্রতিনিধি এবং সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক হতে হবে, আর সব মানুষের অধিকার স্বাধীনতা রুটি রুজি নিরাপত্তা ব্যবস্থা ফিরিয়ে আনতে ইনসানিয়াত বিপ্লবের প্রতিক আপেল মার্কায় ভোট দিয়ে সব মানুষের জয় তথা মানবতার জয় ফিরিয়ে আনার আহবান জানান।

জনপ্রিয়

“আওলিয়া কেরামের শিক্ষা এবং দ্বীন মিল্লাতের জাতীয় স্বার্থকে সব কিছুর উপরে স্থান দিতে হবে” -আল্লামা ইমাম হায়াত

“আওলিয়া কেরামের শিক্ষা এবং দ্বীন মিল্লাতের জাতীয় স্বার্থকে সব কিছুর উপরে স্থান দিতে হবে” -আল্লামা ইমাম হায়াত

প্রকাশের সময় : ০৬:১৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

বিশ্ব সুন্নী আন্দোলন দরবার হল গুলশান ঢাকায় হযরত খাজাবাবা (রাহ:) ও জামিয়ে আওলিয়া সম্মেলন ও নির্বাচনী প্রতিনিধি সমাবেশ ২৭শে ডিসেম্বর শনিবার রাতে অনুষ্ঠিত হয়, বিশ্ব সুন্নী আন্দোলন (World sunni movement) এর প্রতিষ্ঠাতা এবং সর্বজনীন মানবিক রাষ্ট্রব্যবস্থা ও বিশ্বব্যবস্থার দিকদর্শন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব এর প্রবর্তক ও বাংলাদেশের একমাত্র মানবতার নিবন্ধিত রাজনৈতিক সংগঠন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াতের উপস্থিতিতে সম্পন্ন হয়।

সমাবেশে আল্লামা ইমাম হায়াত বলেন আওলিয়া কেরামের শিক্ষা এবং দ্বীন মিল্লাতের জাতীয় স্বার্থকে সব কিছুর উপরে স্থান দিতে হবে। আওলিয়া কেরাম সত্যের ধারক সত্যের দিকদর্শন। যেখানে সত্য নেই সেখানে আওলিয়া কেরাম নেই।
তিনি আরও বলেন, মাজার বিদ্বেষীদের ইসলামের শত্রু হিসেবে আখ্যায়িত করে আল্লামা ইমাম হায়াত বলেন, মাজার ইসলামের আধ্যাত্মিক কেন্দ্র। আওলিয়া কেরামের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা ছাড়া প্রকৃত ঈমান পূর্ণতা পায় না। ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ছাড়া বাতিল শক্তি থেকে মুক্তি সম্ভব নয়, আর ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলেশন ছাড়া মানবতার পূর্ণ অধিকার প্রতিষ্ঠা হবে না। এজন্য আল্লাহর প্রেম, প্রিয় নবীর শিক্ষা ও আওলিয়া কেরামের পথকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
আল্লামা ইমাম হায়াত বলেন , ওয়াবি মদূদি মোনাফেকরা আল্লাহতাআলার দুশমন কাফের। ঈমানের কলেমা মানুষের উপর থেকে মানুষের প্রভূত্ব উৎখাত করে সব ধর্মের সব মত পথের সব মানুষকে জীবনের মানবিক স্বাধীনতা ঘোষণা করেছে। কেউ বলপূর্বক কারো ব্যক্তিজীবনের উপর হস্তক্ষেপ কলেমার তাওহীদ রেসালাত ভিত্তিক চেতনা অস্বীকার এবং নিজেকে অন্যের জীবনের মালিক ঘোষণা করা তথা আল্লাহতাআলা ও তাঁর হাবীব প্রাণাধিক প্রিয়নবী রাহমাতাল্লিল আলামীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার ও অবমাননা করা।
আওলিয়া কেরামের প্রকৃত পথ যখন ভূলিয়ে দেয়া হয়, বিকৃত করা হয়, হারিয়ে যায় তখন সেখানে প্রকৃত ইসলাম আর থাকে না। ইসলামের নামে শয়তানী পথভ্রষ্টতা বর্বরতা ও কুফরী কায়েম হয়। যেমন আলোহীন আঁধারে চোর ডাকাত দুর্বৃত্ত তাণ্ডব শুরু হয়। যারা আওলিয়া কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তারা সত্যের সম্বন্ধ হারিয়ে আত্মিকভাবে মৃত ও পথভ্রষ্ট হয়ে গেছে এবং তাদের মাধ্যমে প্রকৃত ইসলাম বিকৃত বিলুপ্ত হয়ে ইসলামের ছদ্মনামে দোজাহানে ধ্বংসাত্মক কুফরি জালেম বাতেল ফেরকা গড়ে উঠেছে, মিল্লাত বিধ্বস্ত বিপর্যস্ত হয়ে গেছে। তাই আমাদেরকে আল্লাহতায়ালা ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লামের নির্দেশ হিসেবে নিজেদের আত্মা-জীবন, ঈমান-দ্বীন ও দোজাহানের সাফল্য ও মুক্তির স্বার্থে অবশ্যই আওলিয়া কেরামের পথে যুক্ত থাকতে হবে, আওলিয়া কেরামের পথে চলতে হবে যা ব্যতীত আমাদের জীবন আঁধার বিনাশের পথে চলে যাবে।
আওলিয়া কেরামের পথ ছাড়া যেমন সত্য ও মুক্তির কোন উপায় নেই, তেমনি আওলিয়া কেরামের প্রকৃত পথ আজ দুর্লভ হয়ে গেছে। তাঁদের পথের নামে অনেক বিকৃতি মূর্খতা ভণ্ডামী ব্যবসা প্রতারণা চলছে। আওলিয়া কেরামের প্রকৃত পথ খুজে পাওয়া জীবনের অতিজরুরী গুরুত্ত্বপূর্ণ অর্জন, যা আমাদের অবশ্যই পেতে হবে এবং এর বিপরীত বিকৃতি প্রতারণা সম্পর্কেও সজাগ হতে হবে, মুক্ত থাকতে হবে। কারন হীন স্বার্থসিদ্ধির জন্য ধোকা দিয়ে আওলিয়া কেরামের পবিত্র নামের অনেক অপব্যবহার হচ্ছে। আওলিয়া কেরামের প্রকৃত পথের পূণরূজ্জীবন ও সে পথে ঐক্যবদ্ধ অগ্রযাত্রার মাধ্যমেই জীবন ও দ্বীন মিল্লাতের হারানো সব কিছু পূণরূদ্ধার ও পূণপ্রতিষ্ঠা সম্ভব। আর এটাই হতে হবে আমাদের লক্ষ্য।
আমরা যারা আল্লাহ ও তাঁর হাবীবের উদ্দেশ্যে আওলিয়াকেরামকে ভালবাসি, আওলিয়াকেরামের হয়ে চলতে চাই,সত্য ও মানবতার দ্বীনের প্রতিষ্ঠা চাই, মিথ্যা ও জুলুমের অবসান চাই, বাতেলের আগ্রাসন রূখতে চাই, মিল্লাত ও মানবতার মুক্তি চাই, তাদের আজ অবশ্যই সব সংকীর্ণতা মুক্ত হয়ে সব তরিকত খানকা দরবার মুমিন ভাই বোন সবাইকে ঐক্যবদ্ধ স্রোতধারায় যুক্ত হয়ে দুনিয়া ব্যাপী সুন্নী আন্দোলন গড়ে তুলতে হবে। বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ব্যতীত সর্ব বাতেল থেকে মুক্তি যেমন সম্ভব নয় তেমনি আওলিয়া কেরামের প্রকৃত পথে দ্বীনের পূর্নাংগ প্রতিষ্ঠাও সম্ভব নয়। এজন্য দয়াময় আল্লাহ ও প্রিয়নবীর প্রেম, আওলিয়া কেরামের শিক্ষা এবং দ্বীন মিল্লাতের জাতীয় স্বার্থকে সব কিছুর উপরে স্থান দিতে হবে।
মানবতার রাজনীতি প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত বলেন, সহিংসতা ও উগ্রবাদের রাজনীতি প্রত্যাখ্যান করে সকল মানুষের মানবিক স্বার্থ রক্ষার জন্য “মানবতার রাজনীতি” বা “ইনসানিয়াত”-এর ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান করেন, মানবতার রাজনীতি এবং ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে দেশবাসীকে এই মানবতার আন্দোলনের সাথে থাকার আহ্বান জানিয়েছেন।
চলমান রাষ্ট্রীয় সংকট উত্তরণ ওএকটি সুষ্ঠু ও দলনিরপেক্ষ জাতীয় নির্বাচনের আহ্বান জানিয়ে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত আসন্ন সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছেন এবং দেশের বিভিন্ন আসনে প্রার্থীরা ইতোমধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন । গণতান্ত্রিক অধিকার রক্ষায় তিনি মিথ্যা মামলা, নির্বিচার গ্রেপ্তার এবং শান্তিপূর্ণ প্রতিবাদের সাংবিধানিক অধিকার হরণ না করার জন্য ইন্টেরিম সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ।
সকল মানুষের কল্যাণে আল্লামা ইমাম হায়াত উল্লেখ করেন যে, একটি প্রকৃত রাজনৈতিক দলকে সকল মানুষের প্রতিনিধি এবং সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক হতে হবে, আর সব মানুষের অধিকার স্বাধীনতা রুটি রুজি নিরাপত্তা ব্যবস্থা ফিরিয়ে আনতে ইনসানিয়াত বিপ্লবের প্রতিক আপেল মার্কায় ভোট দিয়ে সব মানুষের জয় তথা মানবতার জয় ফিরিয়ে আনার আহবান জানান।