১১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ

  • এবিএন ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:৩৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • 45

ছবি সংগৃহিত

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ আসছেন জিয়া উদ্যানে। কবর জিয়ারত করে দোয়া করেছেন অনেকে। ফুল নিয়ে এসেছেন অনেকে। কবরের সামনে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছেও অনেককে।

দেশের বিভিন্ন প্রান্ত জানাজায় অংশগ্রহণ করে লাখ লাখ মানুষ। গ্রামে ফিরে যাওয়ার আগে প্রিয় নেত্রীর কবর জেয়ারত করতে তাই ভীড় করছেন তারা। পুরুষের পাশাপাশি নারী ও শিশুরাও আসছেন খালেদা জিয়ার কবর জিয়ারত করতে। মাজার কমপ্লেক্সের পূর্ব পাশে বসে কোরআন তেলেওয়াত করতেও দেখা যায় নেতাকর্মীদের।

২৪ ঘণ্টা বন্ধ থাকার পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থলে যাওয়ার লেক রোড। জিয়া উদ্যানের প্রবেশমুখে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। বেলা ১২টার পর জিয়া উদ্যানে সর্বসাধারণের কবর জিয়ারতের অনুমতি দেয় আইনশৃঙ্খলা বাহিনী।

বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন। কবর জিয়ারত করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। বৃহস্পতিবার সকালে জিয়া উদ্যান পুলিশ বক্সের সামনে দাঁড়িয়ে তিনি কবর জিয়ারত করেন।

পঞ্চগড় জেলা বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার কবর জিয়ারত করা হয়েছে। এসময় পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচু বলেন, আমরা বাংলাদেশের সীমান্তবর্তী জেলা থেকে বেগম খালেদা জিয়ার ভালোবাসায় জানাজায় অংশগ্রহণ করেছি। আগামী দিনে তার রেখে যাওয়া জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে তারেক রহমানের পাশে থাকব।

জনপ্রিয়

চরের শীতে নোভেইডের মানবিক উষ্ণতা

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ

প্রকাশের সময় : ১২:৩৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ আসছেন জিয়া উদ্যানে। কবর জিয়ারত করে দোয়া করেছেন অনেকে। ফুল নিয়ে এসেছেন অনেকে। কবরের সামনে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছেও অনেককে।

দেশের বিভিন্ন প্রান্ত জানাজায় অংশগ্রহণ করে লাখ লাখ মানুষ। গ্রামে ফিরে যাওয়ার আগে প্রিয় নেত্রীর কবর জেয়ারত করতে তাই ভীড় করছেন তারা। পুরুষের পাশাপাশি নারী ও শিশুরাও আসছেন খালেদা জিয়ার কবর জিয়ারত করতে। মাজার কমপ্লেক্সের পূর্ব পাশে বসে কোরআন তেলেওয়াত করতেও দেখা যায় নেতাকর্মীদের।

২৪ ঘণ্টা বন্ধ থাকার পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থলে যাওয়ার লেক রোড। জিয়া উদ্যানের প্রবেশমুখে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। বেলা ১২টার পর জিয়া উদ্যানে সর্বসাধারণের কবর জিয়ারতের অনুমতি দেয় আইনশৃঙ্খলা বাহিনী।

বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন। কবর জিয়ারত করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। বৃহস্পতিবার সকালে জিয়া উদ্যান পুলিশ বক্সের সামনে দাঁড়িয়ে তিনি কবর জিয়ারত করেন।

পঞ্চগড় জেলা বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার কবর জিয়ারত করা হয়েছে। এসময় পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচু বলেন, আমরা বাংলাদেশের সীমান্তবর্তী জেলা থেকে বেগম খালেদা জিয়ার ভালোবাসায় জানাজায় অংশগ্রহণ করেছি। আগামী দিনে তার রেখে যাওয়া জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে তারেক রহমানের পাশে থাকব।