০৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

তামান্না ভাটিয়াকে রাখি সাওয়ান্তের কটাক্ষ

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৫৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • 100

ছবি সংগৃহিত

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার নাচে আবারও মেতেছে দর্শক। ‘দ্য ব্যাডস অফ বলিউড’ সিনেমার ‘গফুর’ গানটির সঙ্গে তামান্নার নাচ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেরই দাবি, এবার যেন ‘আইটেম ডান্স কুইন’র মুকুটটা তার মাথায়ই বসতে যাচ্ছে। কিন্তু তামান্নার নাচ নিয়ে কটাক্ষ করলেন একসময়ের ‘আইটেম গার্ল’ রাখি সাওয়ান্ত।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বলিউডের বিতর্কিত এই অভিনেত্রীর অভিযোগ, এখনকার নায়িকারাই ‘আইটেম’ গানে নাচছেন, ফলে তাদের কারণে আসল আইটেম ডান্সের আবেদন হারিয়ে যাচ্ছে।

রাখির ভাষায়, ‘আমাদের সময়ে আইটেম গানের মধ্যে ছিল এক অন্যরকম মাদকতা। এখনকার নাচে সেই আবেগ, সেই জাদু নেই। এরা (তামান্না ও অন্যান্য নায়িকা) আমাদের দেখে দেখে নাচ শিখেছে। নায়িকা হওয়ার সময় পেরিয়ে গেলে এখন এরা আমাদের পেটে লাথি মেরে আইটেম নাচ করছে। ওদের লজ্জা হওয়া উচিত!’

তিনি আরও বলেন, ‘আসল আইটেম নাচ তো আমিই নেচেছিলাম। এবার আমি নায়িকা হব।’

তামান্না ভাটিয়া এর আগে ‘আজ কি রাত’ এবং ‘কাবালা’ গানে নেচে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। তার সর্বশেষ ‘গফুর’ গানটি বলিউডজুড়ে নতুন উন্মাদনা ছড়িয়েছে। তবে এই নাচের মাধ্যমেই বিতর্কের মুখে পড়লেন অভিনেত্রী।

রাখির অভিযোগের জবাবে তামান্না এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। তবে ভক্তরা বলছেন, ‘আইটেম ডান্স’-এর সংজ্ঞা বদলে দিয়েছেন তামান্না— তিনি গ্ল্যামারের পাশাপাশি আত্মবিশ্বাস, সাহস আর নিজের প্রতি ভালোবাসার প্রতীক হয়ে উঠেছেন।

এক অনুষ্ঠানে তাকে প্রশংসা করে এক নারী বলেছিলেন, ‘তোমার নাচে শক্তি আছে, আত্মবিশ্বাস আছে— এই জন্যই তুমি অনন্য।’ যদিও তামান্না নিজেকে কখনো ‘পৃথুল’ বলে ভাবেননি। বরং তার মতে, ‘আমি যেমন আছি, তাতেই আমি সুন্দর।’

বলিউডে এখন প্রশ্ন একটাই— ‘আইটেম কুইন’ উপাধি রাখির থাকবে, নাকি ছিনিয়ে নেবেন তামান্না?

জনপ্রিয়

লকডাউন সফল করো’ স্লোগানে বান্দরবানের লামায় নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ১

তামান্না ভাটিয়াকে রাখি সাওয়ান্তের কটাক্ষ

প্রকাশের সময় : ০২:৫৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার নাচে আবারও মেতেছে দর্শক। ‘দ্য ব্যাডস অফ বলিউড’ সিনেমার ‘গফুর’ গানটির সঙ্গে তামান্নার নাচ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেরই দাবি, এবার যেন ‘আইটেম ডান্স কুইন’র মুকুটটা তার মাথায়ই বসতে যাচ্ছে। কিন্তু তামান্নার নাচ নিয়ে কটাক্ষ করলেন একসময়ের ‘আইটেম গার্ল’ রাখি সাওয়ান্ত।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বলিউডের বিতর্কিত এই অভিনেত্রীর অভিযোগ, এখনকার নায়িকারাই ‘আইটেম’ গানে নাচছেন, ফলে তাদের কারণে আসল আইটেম ডান্সের আবেদন হারিয়ে যাচ্ছে।

রাখির ভাষায়, ‘আমাদের সময়ে আইটেম গানের মধ্যে ছিল এক অন্যরকম মাদকতা। এখনকার নাচে সেই আবেগ, সেই জাদু নেই। এরা (তামান্না ও অন্যান্য নায়িকা) আমাদের দেখে দেখে নাচ শিখেছে। নায়িকা হওয়ার সময় পেরিয়ে গেলে এখন এরা আমাদের পেটে লাথি মেরে আইটেম নাচ করছে। ওদের লজ্জা হওয়া উচিত!’

তিনি আরও বলেন, ‘আসল আইটেম নাচ তো আমিই নেচেছিলাম। এবার আমি নায়িকা হব।’

তামান্না ভাটিয়া এর আগে ‘আজ কি রাত’ এবং ‘কাবালা’ গানে নেচে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। তার সর্বশেষ ‘গফুর’ গানটি বলিউডজুড়ে নতুন উন্মাদনা ছড়িয়েছে। তবে এই নাচের মাধ্যমেই বিতর্কের মুখে পড়লেন অভিনেত্রী।

রাখির অভিযোগের জবাবে তামান্না এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। তবে ভক্তরা বলছেন, ‘আইটেম ডান্স’-এর সংজ্ঞা বদলে দিয়েছেন তামান্না— তিনি গ্ল্যামারের পাশাপাশি আত্মবিশ্বাস, সাহস আর নিজের প্রতি ভালোবাসার প্রতীক হয়ে উঠেছেন।

এক অনুষ্ঠানে তাকে প্রশংসা করে এক নারী বলেছিলেন, ‘তোমার নাচে শক্তি আছে, আত্মবিশ্বাস আছে— এই জন্যই তুমি অনন্য।’ যদিও তামান্না নিজেকে কখনো ‘পৃথুল’ বলে ভাবেননি। বরং তার মতে, ‘আমি যেমন আছি, তাতেই আমি সুন্দর।’

বলিউডে এখন প্রশ্ন একটাই— ‘আইটেম কুইন’ উপাধি রাখির থাকবে, নাকি ছিনিয়ে নেবেন তামান্না?