ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে নড়াইল-১ (৯৩) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিক্সা মার্কার প্রার্থী মাঃ আব্দুর রহমান সাহেব (মুলখানা বড় হুজুর) সমর্থনে নড়াইলের বড়দিয়া বাজারে গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর পর থেকে থেকে সন্ধ্যা পর্যন্ত বড়দিয়া বাজারে গনসংযোগ করেছেন, এ সময়ে তিনি সকলের কাছ থেকে দোয়া চেয়েছেন, সম্পূর্ণ বড়দিয়া বাজারে এ প্রচারণা কার্যক্রম চলে। বাজার, ঘাট এবং বিভিন্ন দোকানপাটে গিয়ে সংসদ পদপ্রার্থী মাঃ আব্দুর রহমান সাহেব সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।
লিফলেট বিতরণ, প্রতীক পরিচিতি এবং রিক্সা মার্কার পক্ষে সমর্থনে আহ্বান ছিল কর্মীদের প্রচারণার মূল অংশ।
দৈনিক দেশ বর্তমান পত্রিকার সাংবাদিক, মোঃ জাহিদুল ইসলামের প্রশ্নের জবাবে বলেন,
সোনার বাংলায় সোনার শাসন নাই, ন্যায় বিচার নাই, অন্যায় অত্যাচার জুলুমে ভরপুর হয়ে আজ আমাদের সোনার বাংলা শশানে পরিনত হয়ে গেছে। তিনি কান্না বিজড়িত কন্ঠে বলেন এই সোনার বাংলাকে কিভাবে আবার পূর্বের ন্যায় সোনার বাংলায় পরিনত করা যায় এটাই আমাদের আসল মাকসাদ(উদ্দেশ্য/লক্ষ)।
তিনি আরও বলেন, প্রত্যেকটি প্রতিষ্ঠান এমনকি চলাচলের রাস্তা ঘাট, ব্রিজ উন্নতি করা থাকলে আরও উন্নতি করা হবে আর যেটা অবনতিতে পরিনত হয়েছে সেটাও আমরা উন্নতি তে পরিনত করার যথা সাধ্য চেষ্টা করবো।
ভোটারদের সম্পর্কে বলেন, যে কোনো ধর্ম বর্ন নির্বিশেষে তাদের ব্যাক্তি স্বাধীনতা থাকবে তাদের সম্পূর্ণ সুযোগ সুবিধা যা হওয়া দরকার সেভাবেই আমরা চেষ্টা করবো।
গনসংযোগে প্রচারণার নেতাকর্মীরা স্লোগান দেন—
“মাঃ আবদুর রহমান সাহেবের সালাম নিন, রিক্সা ভোট দিন।”
পরিবর্তন ও ন্যায়ের প্রত্যাশায় মানুষ ইসলামিক দলগুলোর পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে, যা স্থানীয় মানুষের মুখের ভাষায় অনেকটা প্রকাশ পেয়েছে।
স্থানীয় জনতা আশাবাদ ব্যক্ত করেন যে আসন্ন জাতীয় নির্বাচনে নড়াইল-১ আসনে রিক্সা মার্কার প্রার্থী মাঃ আব্দুর রহমান সাহেব বিপুল ভোটে বিজয়ী হবেন।

সাকিব সুলতান, নড়াইল জেলা প্রতিনিধি 



















