পাহাড়ের কঠিন বাস্তবতা আর প্রাকৃতিক প্রতিবন্ধকতাকে সঙ্গী করে বান্দরবান জেলার টংকাবতী ইউনিয়নের চিনি পাড়া গ্রামের এক নারী প্রতিদিন লড়াই করে এগিয়ে চলেন। জীবনের প্রতিটি ধাপে সংগ্রাম তাঁর নিত্যসঙ্গী। পাহাড়ি পথ, বাজার–ঘাটের দূরত্ব, মৌসুমি দুর্যোগ—সব বাধা ডিঙিয়ে তিনি পরিবারকে টিকিয়ে রাখেন নিজের শক্তিতে।
ভোরের আলো ফুটতেই তিনি ঘর-গৃহস্থালির কাজ সামলে পাহাড়ি রাস্তায় নেমে পড়েন—কখনো জুমচাষের কাজে, কখনো দৈনিক মজুরির শ্রমে, আবার কখনো নিজের হাতে তৈরি পণ্য বিক্রি করতে। সীমিত সুযোগ-সুবিধা, আর্থিক অনটন, চিকিৎসা-শিক্ষা সুবিধার অভাব—কোনো কিছুই তাঁর ইচ্ছাশক্তিকে হার মানাতে পারে না। সন্তানদের ভালো ভবিষ্যৎ গড়ার স্বপ্নই তাঁকে প্রতিদিন নতুন করে শক্তি জোগায়।
চিনি পাড়ার এই সংগ্রামী নারী পাহাড়ের মানুষের অবিচল মনোবল, পরিশ্রম এবং জীবনযুদ্ধে অদম্য ধৈর্যের প্রতীক। তাঁর গল্প শুধু ব্যক্তিগত সংগ্রামের নয়; এটি পাহাড়ে বেঁচে থাকার সংগ্রাম, লড়াই আর টিকে থাকার অনুপ্রেরণার এক জীবন্ত উদাহরণ।
ফরহাদ আহমদ সজল, বান্দরবান 



















