০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

শেরপুর-২ আসনে বিএনপির মনোনয়ন দৌড়: চলতি মাসেই মিলতে পারে চূড়ান্ত নাম

চলতি মাসেই জানা যেতে পারে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর নাম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অক্টোবরের মধ্যেই দেশের ২৫০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে বিএনপি।

দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থীদের আগাম সবুজ সংকেত দিয়ে অভ্যন্তরীণ কোন্দল প্রশমনের চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম প্রকাশ করবে দলটি।

এদিকে, নির্বাচনের প্রস্তুতি ঘিরে শেরপুর-২ আসনে বিএনপির ছয়জন মনোনয়নপ্রত্যাশী ইতোমধ্যে সরব হয়ে উঠেছেন। তারা এলাকায় গণসংযোগ, সভা-সমাবেশ ও শোভা যাত্রার মাধ্যমে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন।
মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন-
এমপি মরহুম জাহেদ আলী চৌধুরীর ছেলে প্রকৌশলী ফাহিম চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান তারা, জাপান প্রবাসী দুলাল চৌধুরী, যুক্তরাষ্ট্র প্রবাসী ইলিয়াস খান, কেন্দ্রীয় ছাত্রদল নেতা আবু সুফিয়ান ফয়জুর রহমান ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোকলেছুর রহমান রিপন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এবার বিএনপির মনোনয়ন প্রক্রিয়ায় তরুণ ও প্রবাসী নেতৃত্বের উপস্থিতি আসনটিতে নতুন মাত্রা যোগ করেছে। দলীয় হাইকমান্ডের দিকনির্দেশনার অপেক্ষায় এখন শেরপুর-২ আসনের নেতাকর্মীরা।

জনপ্রিয়

জাবি অধ্যাপকের ফেসবুক পোস্টে অশ্লীল মন্তব্যকারীর বিচার দাবি জাবি ছাত্রদলের

শেরপুর-২ আসনে বিএনপির মনোনয়ন দৌড়: চলতি মাসেই মিলতে পারে চূড়ান্ত নাম

প্রকাশের সময় : ০৯:৪৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

চলতি মাসেই জানা যেতে পারে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর নাম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অক্টোবরের মধ্যেই দেশের ২৫০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে বিএনপি।

দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থীদের আগাম সবুজ সংকেত দিয়ে অভ্যন্তরীণ কোন্দল প্রশমনের চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম প্রকাশ করবে দলটি।

এদিকে, নির্বাচনের প্রস্তুতি ঘিরে শেরপুর-২ আসনে বিএনপির ছয়জন মনোনয়নপ্রত্যাশী ইতোমধ্যে সরব হয়ে উঠেছেন। তারা এলাকায় গণসংযোগ, সভা-সমাবেশ ও শোভা যাত্রার মাধ্যমে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন।
মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন-
এমপি মরহুম জাহেদ আলী চৌধুরীর ছেলে প্রকৌশলী ফাহিম চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান তারা, জাপান প্রবাসী দুলাল চৌধুরী, যুক্তরাষ্ট্র প্রবাসী ইলিয়াস খান, কেন্দ্রীয় ছাত্রদল নেতা আবু সুফিয়ান ফয়জুর রহমান ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোকলেছুর রহমান রিপন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এবার বিএনপির মনোনয়ন প্রক্রিয়ায় তরুণ ও প্রবাসী নেতৃত্বের উপস্থিতি আসনটিতে নতুন মাত্রা যোগ করেছে। দলীয় হাইকমান্ডের দিকনির্দেশনার অপেক্ষায় এখন শেরপুর-২ আসনের নেতাকর্মীরা।