সারিয়াকান্দিতে পৌর বিএনপি’র উদ্যোগে উৎসবমুখর পরিবেশে প্রীতি ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে পাবলিক মাঠে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। উত্তর বঙ্গ বনাম দক্ষিণ বঙ্গ এ দুটি দল খেলায় অংশগ্রহণ করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পৌর বিএনপি সভাপতি সাহাদৎ হোসেন সনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা,বগুড়া জেলা বিএনপির সদস্য এ কে এ এম ফজলুর রহিম টিপু, বগুড়া জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান সম্ভু প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক তাহেরুল ইসলাম পান্জাব। ধারাভাষ্যকার ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি লাল মাহমুদ লাল। খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কার হিসেবে একটি বড় খাসি (ছাগল) এবং পরাজিত দলকে একটি ছোট খাসি দেওয়া হয়।

পাভেল মিয়া,স্টাফ রিপোর্টার 























