০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

৭ দিনে ৫০ কোটি পার করলো ভৌতিক সিনেমা ডাইস ইরায়ে

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:০২:১১ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • 56

মালয়ালম ভাষার ভৌতিক চলচ্চিত্র ডাইস ইরায়ে মুক্তির পর দর্শক ও সমালোচকদের কাছ থেকে একযোগে প্রশংসা পাচ্ছে। রাহুল সদাশিবন পরিচালিত ছবিটি মুক্তির এক সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাপী ৫০ কোটি রুপি আয় করে ফেলেছে। এর মাধ্যমে প্রণব মোহনলাল টানা তৃতীয়বারের মতো ৫০ কোটির ক্লাবে প্রবেশ করেছেন। তার আগে এই কৃতিত্ব অর্জন করেছিলেন তার বাবা, দক্ষিণ ভারতীয় কিংবদন্তি অভিনেতা মোহনলাল।

চলচ্চিত্রটির নির্মাতারা এক্স-এ পোস্ট করে জানিয়েছেন, ‘#DIESIRAE crosses ₹50 Crores* in Global Box Office Collections!’ ছবির কাহিনি ঘিরে রয়েছে এক তরুণ স্থপতি রোহানকে (প্রণব মোহনলাল), যিনি নিজের বাড়িতে এক অতিপ্রাকৃত উপস্থিতি অনুভব করতে থাকেন। রহস্যের অনুসন্ধানে নেমে তিনি আবিষ্কার করেন এমন কিছু সত্য, যা তার অতীত ও বর্তমানের সঙ্গে গভীরভাবে যুক্ত।

ডাইস ইরায়ে-এর সাফল্যের ফলে প্রণব মোহনলাল এখন দ্বিতীয় মালয়ালম অভিনেতা, যিনি টানা তিনটি চলচ্চিত্রে ৫০ কোটি রুপির বেশি আয় নিশ্চিত করেছেন। এর আগে তার হৃদয়ম এবং বর্ষাঙ্গাল্ক্ক ছবিও একই সাফল্য পেয়েছিল। এই রেকর্ড প্রথম গড়েছিলেন তার বাবা মোহনলাল, যার ২০২৫ সালের তিনটি ছবি—হৃদয়পূর্ণম, এম্পুরান এবং থুদারুম—সবকটিই ৫০ কোটি রুপির মাইলফলক ছুঁয়েছিল।

গত ৩১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ডাইস ইরায়ে ছবিতে প্রণবের পাশাপাশি অভিনয় করেছেন জয়া কুরুপ ও জিবিন গোপীনাথ। দর্শকরা ছবিটির ভৌতিক উপাদান, দৃঢ় চিত্রনাট্য ও প্রণবের শক্তিশালী অভিনয়কে বিশেষভাবে প্রশংসা করেছেন।

অন্যদিকে, মোহনলাল সর্বশেষ অভিনয় করেছেন হৃদয়পূর্ণম ছবিতে, যা অনম উৎসবে মুক্তি পায়। সাথ্যান অঁথিকাদ পরিচালিত এই রোমান্টিক কমেডি নাটকে তার সঙ্গে ছিলেন মালবিকা মোহনন, সঙ্গীতা মাধবন নাইয়ার ও সঙ্গীথ প্রথাপ। সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে মোহনলালকে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হয়।

 

সূত্র: হিন্দুস্তান টাইমস

জনপ্রিয়

জাবি অধ্যাপকের ফেসবুক পোস্টে অশ্লীল মন্তব্যকারীর বিচার দাবি জাবি ছাত্রদলের

৭ দিনে ৫০ কোটি পার করলো ভৌতিক সিনেমা ডাইস ইরায়ে

প্রকাশের সময় : ০৩:০২:১১ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

মালয়ালম ভাষার ভৌতিক চলচ্চিত্র ডাইস ইরায়ে মুক্তির পর দর্শক ও সমালোচকদের কাছ থেকে একযোগে প্রশংসা পাচ্ছে। রাহুল সদাশিবন পরিচালিত ছবিটি মুক্তির এক সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাপী ৫০ কোটি রুপি আয় করে ফেলেছে। এর মাধ্যমে প্রণব মোহনলাল টানা তৃতীয়বারের মতো ৫০ কোটির ক্লাবে প্রবেশ করেছেন। তার আগে এই কৃতিত্ব অর্জন করেছিলেন তার বাবা, দক্ষিণ ভারতীয় কিংবদন্তি অভিনেতা মোহনলাল।

চলচ্চিত্রটির নির্মাতারা এক্স-এ পোস্ট করে জানিয়েছেন, ‘#DIESIRAE crosses ₹50 Crores* in Global Box Office Collections!’ ছবির কাহিনি ঘিরে রয়েছে এক তরুণ স্থপতি রোহানকে (প্রণব মোহনলাল), যিনি নিজের বাড়িতে এক অতিপ্রাকৃত উপস্থিতি অনুভব করতে থাকেন। রহস্যের অনুসন্ধানে নেমে তিনি আবিষ্কার করেন এমন কিছু সত্য, যা তার অতীত ও বর্তমানের সঙ্গে গভীরভাবে যুক্ত।

ডাইস ইরায়ে-এর সাফল্যের ফলে প্রণব মোহনলাল এখন দ্বিতীয় মালয়ালম অভিনেতা, যিনি টানা তিনটি চলচ্চিত্রে ৫০ কোটি রুপির বেশি আয় নিশ্চিত করেছেন। এর আগে তার হৃদয়ম এবং বর্ষাঙ্গাল্ক্ক ছবিও একই সাফল্য পেয়েছিল। এই রেকর্ড প্রথম গড়েছিলেন তার বাবা মোহনলাল, যার ২০২৫ সালের তিনটি ছবি—হৃদয়পূর্ণম, এম্পুরান এবং থুদারুম—সবকটিই ৫০ কোটি রুপির মাইলফলক ছুঁয়েছিল।

গত ৩১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ডাইস ইরায়ে ছবিতে প্রণবের পাশাপাশি অভিনয় করেছেন জয়া কুরুপ ও জিবিন গোপীনাথ। দর্শকরা ছবিটির ভৌতিক উপাদান, দৃঢ় চিত্রনাট্য ও প্রণবের শক্তিশালী অভিনয়কে বিশেষভাবে প্রশংসা করেছেন।

অন্যদিকে, মোহনলাল সর্বশেষ অভিনয় করেছেন হৃদয়পূর্ণম ছবিতে, যা অনম উৎসবে মুক্তি পায়। সাথ্যান অঁথিকাদ পরিচালিত এই রোমান্টিক কমেডি নাটকে তার সঙ্গে ছিলেন মালবিকা মোহনন, সঙ্গীতা মাধবন নাইয়ার ও সঙ্গীথ প্রথাপ। সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে মোহনলালকে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হয়।

 

সূত্র: হিন্দুস্তান টাইমস