০৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটে “INNOVATE X HACKATHON-2025” অনুষ্ঠিত হতে যাচ্ছে

বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটে আগামী ২৬ অক্টোবর ২০২৫, দুপুর ১২টা ৩০ মিনিটে শুরু হতে যাচ্ছে প্রযুক্তি উদ্ভাবন ও সৃজনশীলতার অন্যতম আয়োজন “INNOVATE X HACKATHON-2025”। এ আয়োজনে থাকবে Project Exhibition ও Award Ceremony, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনের সুযোগ পাবেন।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের ৫ম তলার নেটওয়ার্ক ল্যাবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও Tech Innovators Club-এর প্রধান উপদেষ্টা জনাব অনিল চন্দ্র কির্তুনিয়া। উক্ত অনুষ্ঠানে আর উপস্থিত থাকবেন অত্র প্রতিষ্ঠানের রেজিস্টার স্যার, বিভিন্ন টেকনোলজির বিভাগীয় প্রধানসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

আয়োজনটির উদ্যোগ নিয়েছে Tech Innovators Club, যার লক্ষ্য শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, চিন্তা ও দক্ষতা উন্নয়নে অনুপ্রাণিত করা।

Tech Innovators Club-এর এক্সিকিউটিভ মেম্বার সাদ্দাম হোসেন জানান,

“এই হ্যাকাথন আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ তৈরি করা এবং প্রযুক্তির ভবিষ্যতের পথে তাদের এগিয়ে নেওয়া।”

আয়োজকরা আশা করছেন, এ ধরনের আয়োজন তরুণ শিক্ষার্থীদের নতুন ধারণা ও সৃজনশীল উদ্ভাবনের প্রতি আগ্রহী করে তুলবে।

জনপ্রিয়

আলীকদমে প্রবীণ ব্যক্তির সৎকারে বাধা, গ্রামে উত্তেজনা বিরাজমান

বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটে “INNOVATE X HACKATHON-2025” অনুষ্ঠিত হতে যাচ্ছে

প্রকাশের সময় : ০২:১৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটে আগামী ২৬ অক্টোবর ২০২৫, দুপুর ১২টা ৩০ মিনিটে শুরু হতে যাচ্ছে প্রযুক্তি উদ্ভাবন ও সৃজনশীলতার অন্যতম আয়োজন “INNOVATE X HACKATHON-2025”। এ আয়োজনে থাকবে Project Exhibition ও Award Ceremony, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনের সুযোগ পাবেন।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের ৫ম তলার নেটওয়ার্ক ল্যাবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও Tech Innovators Club-এর প্রধান উপদেষ্টা জনাব অনিল চন্দ্র কির্তুনিয়া। উক্ত অনুষ্ঠানে আর উপস্থিত থাকবেন অত্র প্রতিষ্ঠানের রেজিস্টার স্যার, বিভিন্ন টেকনোলজির বিভাগীয় প্রধানসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

আয়োজনটির উদ্যোগ নিয়েছে Tech Innovators Club, যার লক্ষ্য শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, চিন্তা ও দক্ষতা উন্নয়নে অনুপ্রাণিত করা।

Tech Innovators Club-এর এক্সিকিউটিভ মেম্বার সাদ্দাম হোসেন জানান,

“এই হ্যাকাথন আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ তৈরি করা এবং প্রযুক্তির ভবিষ্যতের পথে তাদের এগিয়ে নেওয়া।”

আয়োজকরা আশা করছেন, এ ধরনের আয়োজন তরুণ শিক্ষার্থীদের নতুন ধারণা ও সৃজনশীল উদ্ভাবনের প্রতি আগ্রহী করে তুলবে।