নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৭নং গাঁওকান্দিয়া ইউনিয়নের ৩নং বন্দউষান বাজারে আজ ৩১শে ডিসেম্বর, বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় পার্টি অফিসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লি হয়ে গেলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইখুল হাদিস হযরত মাওলানা মুখতারুদ্দিন সাহেব, মুহতামিম, চান্দের নগর মাদ্রাসা।
তিনি দোয়া ও সংক্ষিপ্ত বক্তব্যে মরহুমার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির জন্য দোয়া করেন।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

তোফায়েল আলম ভূঁইয়া. দুর্গাপুর প্রতিনিধি 

















