ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএনপির সাবেক এমপি শাহ্ নূরুল কবীর শাহীন দল থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে দল থেকে পদত্যাগ করেছেন।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টায় ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের সকল কর্মকাণ্ড থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
শাহ্ নূরুল কবীর শাহীন সংবাদ সম্মেলনের জানান, ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নের সময় ফজলুল হক হলে নির্বাচিত প্রতিনিধি ছিলাম। সেই থেকে ৪৩ বছর যাবত বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। এক এগারোর সময় টিভি চ্যানেলের টকশোসহ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দলের পক্ষে অবস্থান নিয়ে কথা বলেছি, যা ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং বিষয়। আওয়ামী লীগ সরকারের আমলে রাজপথে মিটিং মিছিল আন্দোলন করতে গিয়ে জেল জুলুমের শিকার হয়েছি। ২০০১ সালে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম। ২০০৬ সালে মনোনয়ন দেওয়া হলেও নির্বাচন হয়নি। ২০১৪ সালে নির্বাচনে দল অংশগ্রহণ করেনি পরে ২০১৮ সালে প্রাথমিকভাবে দল আমাকে মনোনয়ন দিলেও জোটগত কারণে প্রার্থীতা থেকে বঞ্চিত হই।
তিনি আরও বলেন, এরপরও আমি দলের দুর্দিনে নেতাকর্মীদের সংগঠিত করে দলীয় সকল কার্যক্রম নিরলসভাবে চালিয়ে গিয়েছি। আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিয়ে মূল্যায়ণ করবে বলে আশা করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় ২৮ ডিসেম্বর পর্যন্ত অনেক মনোনয়ন রদবদল হলেও দল আমার প্রতি কোন বিবেচনা করেনি। ফলে আমি এই দলের সকল কর্মকাণ্ড থেকে এবং দলীয় পদ থেকে পদত্যাগ করছি। আমার এই পদত্যাগপত্র দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর ডাকযোগে প্রেরণ করা হয়েছে।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন দল থেকে মনোনয়ন নেওয়ার জন্যে আহ্বান জানানো হচ্ছে। এখনও অন্য কোন দল থেকে নির্বাচন করবো কি-না তা সিদ্ধান্ত নেইনি, তবে মাঠের বিপুল জনমতের ভিত্তিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হলেও নির্বাচনে অংশগ্রহণ করবো।

এবিএন ডেস্ক 


















