আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-১ (সংসদীয় আসন–৩) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মোঃ হাফিজ উদ্দিন আজ শনিবার (২৭ ডিসেম্বর) ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিস থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র উত্তোলন করেন।
মনোনয়নপত্র সংগ্রহের সময় তাঁর সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
মোঃ হাফিজ উদ্দিন বলেন, “দেশ ও মানুষের কল্যাণে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে। আমরা দুর্নীতি, সন্ত্রাস ও বৈষম্যমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণের সমর্থন পেলে ইনশাআল্লাহ আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজ উপহার দিতে পারব।”
তিনি আরও বলেন, ঠাকুরগাঁও-১ আসনের জনগণ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। ইসলামী আন্দোলন বাংলাদেশ এ অঞ্চলের মানুষের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচনী মাঠে আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান জানান দিল ইসলামী আন্দোলন বাংলাদেশ
১২:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
ঠাকুরগাঁও-১ আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনয়নপত্র সংগ্রহ
-
নাজিমুল ইসলাম ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি - প্রকাশের সময় : ০৮:৪৬:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- 13
জনপ্রিয়






















