গতকাল ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১টায় মানবতার রাজনীতির ভিত্তিক নিবন্ধিত রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লবের (প্রতীকঃ আপেল) মনোনীত বি-বাড়িয়া জেলার ৬টি আসনের প্রার্থীরা জেলা রিটার্নিং অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে।
প্রার্থীরা হলেনঃ বি-বাড়িয়া -১ (নাসিরনগর উপজেলা) আসনে ইনসানিয়াত বিপ্লবের মনোনীত প্রার্থী–ইঞ্জিনিয়ার শরীফ মৃধা (জেলা যুগ্ন আহবায়ক-বি-বাড়িয়া জেলা শাখা)। বি-বাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ এবং বিজয়নগর উপজেলার একাংশ) আসনে ইনসানিয়াত বিপ্লবের মনোনীত প্রার্থী— মাঈনউদ্দিন (কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও জেলা সদস্য সচিব) ।বি-বাড়িয়া-৩ (বি-বাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলা) আসনে ইনসানিয়াত বিপ্লবের মনোনীত প্রার্থী–শেখ হানিফ (কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক)।বি-বাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে ইনসানিয়াত বিপ্লবের মনোনীত প্রার্থী- এডভোকেট রাফি উদ্দিন (সাধারণ সম্পাদক আখাউড়া উপজেলা শাখা)।বি-বাড়িয়া-৫ ( নবিনগর উপজেলা) আসনে ইনসানিয়াত বিপ্লবের মনোনীত প্রার্থী—–মোহাম্মদ আশরাফুল হক ( জেলা যুগ্ন আহবায়ক)।বি-বাড়িয়া-৬ (বাঞ্চারামপুর উপজেলা) আসনে ইনসানিয়াত বিপ্লবের মনোনীত প্রার্থী- মোঃ হাবিবুর রহমান (জেলা যুগ্ম আহবায়ক ) । মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও জেলা প্রধান উপদেষ্টা সুফি আহমদ শাহ মোর্শেদ, জেলা নেতা নিজাম উদ্দিন, আজাদুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত এর দিকনির্দেশনায় উপস্থিত ব্রিফকালে তারা বলেন, নতুন জীবন নতুন রাজনীতি-সব মানুষের কল্যাণে মানবতার রাষ্ট্র মানবতার রাজনীতি হলেই নিরাপদ জীবনের নিরাপদ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। নিরাপদ জীবন চাই মানবতার রাষ্ট্র চাই এই দাবি করে তারা প্রচলিত একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতি ও ধর্মের নামে উগ্রবাদী রাজনীতি ছেড়ে সবাইকে মানুষ হিসেবে সর্বজনীন মানবতার রাজনীতির মাধ্যমে মানবতার রাষ্ট্র গড়ার লক্ষ্যে সর্বস্তরের জনগণকে আপেল প্রতীকে ভোট দেয়ার অনুরোধ জানান।
১২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
মানবতার রাজনীতির ভিত্তিক নিবন্ধিত রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লবের বি-বাড়িয়া জেলার যারা মনোনয়ন ফরম সংগ্রহ
-
মঈনউদ্দিন - প্রকাশের সময় : ০৯:৫০:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
- 31
জনপ্রিয়






















