আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় উপজেলা সহকারী রিটারনিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু।
এ সময় উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন,জোড়গােছা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও জোড়গােছা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রব্বানী,সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাজাত হোসেন পল্টন,সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি, উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ। এ সময় পরিষদ চত্বরে বিএনপিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সহকারী রিটারনিং অফিস সূত্রে জানা গেছে, বগুড়া-১ আসনে রবিবার পর্যন্ত দুইজন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।

পাভেল মিয়া,স্টাফ রিপোর্টার 




















