জুলাই বিপ্লবের অগ্রনায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি শহীদ হলেও তার আদর্শের লড়াই থামবে না—এমন প্রত্যয়ে তার বোন আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জুলাই চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে হাদির নামে শাহবাগ চত্ত্বরের নামকরণ এবং তার প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারকে সরকারি পৃষ্ঠপোষকতার আওতায় আনার দাবি জানানো হয়। এ সময় হাজার হাজার তরুণ-তরুণী, নারী-পুরুষ এবং পরিবারসহ মানুষ সমাবেশে যোগ দেন। অনেকেই মিছিল সহকারে এসে চত্ত্বরটি ভরে তোলেন।
সমাবেশে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম শাহরিয়ার কবীর। তিনি বলেন, “হাদির মৃত্যু হতে পারে না। তিনি দেশের জন্য, মানুষের জন্য এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন।” তিনি আরও বলেন, “আজ অনেক সুশীল কথা বলছেন, কিন্তু কুষ্টিয়ায় মাহমুদুর রহমানের ওপর হামলার সময় তাদের নীরবতা আমরা ভুলিনি। বাংলাদেশে সুশীলগীরী চলবে না।”
সরেজমিনে দেখা যায়, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্র-জনতা পতাকা হাতে শাহবাগে জড়ো হচ্ছেন। স্লোগানে মুখর চত্ত্বর—‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’—এমন নানা শ্লোগানে উত্তাল হয়ে ওঠে পরিবেশ।
যাত্রাবাড়ি থেকে আসা শিক্ষার্থী সোহেল বলেন, “হাদির মতো দেশপ্রেমিক ও সাহসী মানুষকে হারিয়ে আমরা শোকাহত। কিন্তু তার আদর্শেই আমরা এগিয়ে যাব।”
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে রাজধানী ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ ও শোকের ঢেউ ছড়িয়ে পড়ে।

এবিএন ডেস্ক 




















