বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু বলেছেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। যুবসমাজ খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকতে পারে। উন্নত জাতি ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।
বুধবার (১৭ ডিসেম্বর) রাত ৮ টায় সারিয়াকান্দি উপজেলার চর রামনগর নব দিগন্ত ক্লাবের উদ্যোগে নাইট শর্টপিছ ক্রিকেট খাসি টুর্ণামেন্ট ফাইনাল খেলা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরও বলেন,আওয়ামী ফ্যাসিবাদীর কারণে দেশের তরুণ সমাজ জীবনে কখনো ভোট দিতেই পারেনি। তাই এই তরুণ সমাজের কাছে ধানের শীষের ভোট চেয়েছেন এই নেতা। অনুষ্ঠানের সভাপতিত্বের বক্তব্য রাখেন রামনগর দক্ষিণপাড়া জামে মসজিদের সভাপতি আবু সাঈদ। সহ-সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড শ্রমিক দল সভাপতি কাজেম উদ্দীন প্রাং। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সারিয়াকান্দি উপজেলা সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম (রাঙ্গা)।
বরেণ্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন সারিয়াকান্দি পৌর বিএনপির সদস্য মাহবুবুর রহমান রুস্তম,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান তিতাস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অতিরিক্ত ভান্ডার কর্মকর্তা সোহাগ মিয়া, সারিয়াকান্দি পৌর বিএনপির প্রচার সম্পাদক মেহেদী হাসান মুরাদ,পৌর তাঁতীদলের সাধারণ সম্পাদক আশরাফ আলী,সমাজসেবক আতিক হাসান আইনুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
০৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
উন্নত জাতি ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: তৌহিদুল ইসলাম টিটু
-
পাভেল মিয়া,স্টাফ রিপোর্টার - প্রকাশের সময় : ১২:৩৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- 74
জনপ্রিয়






















