আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেওয়ানগঞ্জ উপজেলায় বিএনপি মনোনীত প্রার্থী জননেতা এম. রশিদুজ্জামান মিল্লাতের পক্ষে মহিলা ভোটারদের ব্যাপক সমর্থন লক্ষ্য করা গেছে। এরই ধারাবাহিকতায় রবিবার বিকেলে উপজেলার একটি ওয়ার্ডে রুনা লায়লার নেতৃত্বে নারী ভোটারদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে উপস্থিত নারী ভোটারদের উদ্দেশ্যে রুনা লায়লা বলেন, জননেতা মিল্লাত সাহেব সব সময় সাধারণ মানুষের অধিকার আদায়ে সোচ্চার থেকেছেন। বিশেষ করে নারী সমাজের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষ প্রতীকের বিজয়ের কোনো বিকল্প নেই।
বৈঠকে অংশগ্রহণকারী নারী ভোটাররা জানান, বিগত সময়ের উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ড বিবেচনায় তারা মিল্লাত সাহেবের পক্ষেই তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তারা বাড়ি বাড়ি গিয়ে নারী ভোটারদের মধ্যে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা চালানোর অঙ্গীকার করেন।
উঠান বৈঠক শেষে নারী নেতৃবৃন্দ ভোটারদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন।

আলীমজনু বাবু, জামালপুর প্রতিনিধি 




















