ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর হত্যাচেষ্টার প্রতিবাদে বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার দুপুরে ‘জুলাই ঐক্য’ ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা একটি মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড মোড়ে এসে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় তারা হত্যাচেষ্টার ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, শরীফ ওসমান হাদীর ওপর হামলা স্বাধীন মতপ্রকাশের ওপর সরাসরি আঘাত। অবিলম্বে জড়িতদের আইনের আওতায় না আনা হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

আলী মজনু বাবু , জামালপুর প্রতিনিধি 




















